এক্সপ্লোর
ABHA Card: আয়ুষ্মান ভারত বা ABHA কার্ডের সুবিধা কী কী, কী কী রয়েছে এই প্রকল্পে
ABHA কার্ডের মানে হল আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট কার্ড। ABHA কার্ডে ১৪ সংখ্যার একটি নম্বর রয়েছে যাকে আভা আইডি বলা হয়।
ছবি সৌজন্য- পিটিআই
1/8

সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প জনপ্রিয় করতে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি অ্যাপ চালু করেছে কেন্দ্র। হয়েছে আয়ুষ্মান ভব্য অভিযানও। যার মাধ্যমে চারটি সহজ ধাপে আয়ুষ্মান কার্ড তৈরি করা যাবে। দারিদ্রসীমার নিচে থাকা প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা বছরে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে এই স্বাস্থ্য বিমার অধীনে। (ছবি সৌজন্য-পিটিআই)
2/8

২০১১ সালে দেশে হওয়া আর্থ-সামাজিক অর্থনৈতিক আদমশুমারি অনুযায়ী প্রাথমিক ভাবে এই প্রকল্পের সুবিধাভোগীদের বাছাই করা হয়েছিল। তাতে থাকা ১০ কোটির পরিবারের মধ্যে গ্রামে ছিল আট ও শহরে ছিল ২ কোটি। ২০২৪ সালের জানুয়ারি মাসে কেন্দ্রের তরফে জানানো হয় এই কার্ডের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে গেছে। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 07 May 2024 08:05 PM (IST)
আরও দেখুন






















