মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যে বয়সের তফাত ২৪ বছরের।
2/8
ক্যাথরিন জেটা জোনস বিয়ে করেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে। ২০০০ সালে হয় বিয়ে, ক্যাথরিন তখন ৩০, মাইকেল ৫৫।
3/8
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর স্ত্রী ব্রিজিত তাঁর থেকে ২৪ বছরের বড়। ইমানুয়েল স্কুলে তাঁর ছাত্র ছিলেন। প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তাঁকে বিয়ে করেন ৩ সন্তানের মা ব্রিজিত।
4/8
কবীর বেদী দ্বিতীয় বিয়ে করেছেন ২০১৬-র ১৬ জানুয়ারি। কবীরের বয়স তখন ৭০। তাঁর স্ত্রী পরবীন দুসাঞ্জ, তাঁর বয়স ছিল ৪১। ২ জনের বয়সের তফাত ২৯ বছর।
5/8
বিশ্ববিখ্যাত ফুটবল তারকা পেলেও ২০১৬ সালে তৃতীয় বিয়ে করেন। তাঁর বয়স তখন ৭৫। স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি জাপানি বংশোদ্ভূত, তাঁর বয়স তখন ৪২।
6/8
দিলীপ কুমার ও সায়রা বানুর বিয়ে হয় ১৯৬৬-র ১১ অক্টোবর। দিলীপের বয়স তখন ৪৪, সায়রা মাত্র ২২। ৫৩ বছর হয়ে গেল, দিব্যি সুখে শান্তিতে সংসার করছেন তাঁরা।
7/8
আমাদের দীপঙ্কর দে-দোলন রায়ের কথাই ধরুন। দীর্ঘদিন এক সঙ্গে থাকার পর এ বছরের শুরুতে বিয়ে করেছেন তাঁরা। দীপঙ্করের বয়স ৭৫। দোলনের? প্রায় ৫০।
8/8
সুপারমডেল-অভিনেতা মিলিন্দ সোমান ২০১৮ সালে বিয়ে করেছেন বিমান সেবিকা অঙ্কিতা কোনওয়ারকে। মিলিন্দ অঙ্কিতার থেকে ২৬ বছরের বড়।