এক্সপ্লোর
Ayodhya Dham Junction: রূপে বদল, নামেও... অযোধ্যার রেল স্টেশনের নাম এবার কী?
Ayodhya Railway Station: অযোধ্যা এই স্টেশন তৈরি। কদিন পরেই থেকে সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে।

নিজস্ব চিত্র
1/8

নতুন বছরেই রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। উদ্বোধন হবে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration)। তার আগে ঢেলে সাজানো হয়েছে গোটা অযোধ্যা। উদ্বোধনের দিন বিপুল লোক সমাগম হবে, পরেও মন্দির (Ayodhya Ram Mandir) দেখতে উপচে পড়বে ভিড়।
2/8

তাই পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দেওয়া হয়েছিল। সেই সূত্রেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর। আপাদমস্তক বদলে গিয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশন।
3/8

শুধু ভোলবদলই নয়। বদলে গেল রেল স্টেশনের পুরনো নামও। অযোধ্যা রেলওয়ে জংশনের বদলে এখন থেকে নাম অযোধ্যা ধাম জংশন। বুধবার রাতে রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের নির্দেশ জারি করে রেলওয়ে প্রশাসন।
4/8

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় পৌঁছবেন। নবরূপে গড়ে ওঠা অযোধ্যা স্টেশন এবং শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। রোড-শো হওয়ার কথা রয়েছে।
5/8

বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল অযোধ্যার রেল স্টেশনকে ঢেলে সাজানোর কাজ।
6/8

রেলমন্ত্রকের অধীনের থাকা সংস্থা Rail India Technical and Economic Service (RITES) এই কাজ করেছে। যাবতীয় সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই রেল স্টেশন।
7/8

অসুস্থ রোগীদের জন্য ঘর, নবজাতকদের জন্য় আলাদা ঘর, পর্যটকদের জন্য খোঁজ নেওয়ার জায়গা (Tourist Information Centre), আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সবই রয়েছে।
8/8

অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন প্রস্তুত এবং ১ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
Published at : 28 Dec 2023 02:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
