এক্সপ্লোর
Ayodhya Dham Junction: রূপে বদল, নামেও... অযোধ্যার রেল স্টেশনের নাম এবার কী?
Ayodhya Railway Station: অযোধ্যা এই স্টেশন তৈরি। কদিন পরেই থেকে সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে।
নিজস্ব চিত্র
1/8

নতুন বছরেই রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। উদ্বোধন হবে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration)। তার আগে ঢেলে সাজানো হয়েছে গোটা অযোধ্যা। উদ্বোধনের দিন বিপুল লোক সমাগম হবে, পরেও মন্দির (Ayodhya Ram Mandir) দেখতে উপচে পড়বে ভিড়।
2/8

তাই পরিকাঠামোর উন্নতির দিকেও নজর দেওয়া হয়েছিল। সেই সূত্রেই তৈরি হয়েছে ঝাঁ চকচকে শ্রী রাম আন্তর্জাতিক বিমানবন্দর। আপাদমস্তক বদলে গিয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশন।
Published at : 28 Dec 2023 02:20 PM (IST)
আরও দেখুন






















