এক্সপ্লোর
Durga Puja in Canada: থিম পুজোয় সাজছে ডারহাম দুর্গোৎসব! মহালয়াতেই শুরু পুজো
Durga Puja 2023: কানাডার অন্টারিওর ডারহামে জোর প্রস্তুতি চলছে দেবী দুর্গার আবাহনের।
নিজস্ব চিত্র
1/10

আশ্বিন মাস পড়লেই বাঙালির চোখ বারবার চলে যায় আকাশে। শরতের আকাশের কোনও এক কোণায় পেঁজা তুলোর মতো মেঘ দেখতে পেলেই মন বলে- মা আসছে। বাংলায় শরত কালে যদি নিম্নচাপের চোখ রাঙানি না হয়, এমন পেঁজা তুলো মেঘ চোখে পড়ে--জানান দেয় পুজো আসছে। কিন্তু ভিন দেশের আকাশ-বাতাসে সেই গন্ধ তো মিলবে না।
2/10

আর এই দেশটায় এখন Fall-এর মরসুম। সবজে থেকে লালচে-বাদামি হচ্ছে পাতার রং। ভিন দেশ হোক, মরসুম অন্য়রকম হোক- এই সময় এলেই বাঙালির মনে বেজে ওঠে দুর্গাপুজোর ঢাক।
Published at : 12 Oct 2023 03:18 PM (IST)
আরও দেখুন






















