হোমফটো গ্যালারিখবরCovid 'At-Risk' Country: করোনা আবহে 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকা প্রকাশ ভারতের
Covid 'At-Risk' Country: করোনা আবহে 'ঝুঁকিপূর্ণ' দেশের তালিকা প্রকাশ ভারতের
By : abp ananda | Updated at : 07 Jan 2022 08:47 PM (IST)
করোনা পরীক্ষা।
1/7
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মাত্র সাত মাসের ব্যবধান! দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ১ লক্ষ পেরিয়ে গেল।
2/7
উদ্বেগ বাড়িয়ে ৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। সূত্রের খবর, রাজ্যে যত নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার ৭০ শতাংশই ওমিক্রন।
3/7
এই আবহে 'ঝুঁকিপূর্ণ' দেশগুলির তালিকা প্রকাশ করল ভারত। বিদেশ থেকে ভারতে এলেই ৭দিনের হোম কোয়ারেন্টিন।
4/7
১১ জানুয়ারি থেকে বিদেশ ফেরতদের জন্য নির্দেশ কেন্দ্রের। বিদেশ থেকে এলেই যাত্রীদের করতে হবে করোনার পরীক্ষা করোনার টেস্টে জন্য এয়ার সুবিধা পোর্টালে করা যাবে বুকিং।
এদিকে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ১৮ হাজার পার। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। গতকালের চেয়ে রাজ্যে ২ হাজার ৭৯২জন বেশি সংক্রমিত।
7/7
গঙ্গাসাগর মেলার জন্য ভিন রাজ্যের পুণ্যার্থীদের ভিড়। ময়দানে মাস্ক বিলি করে পুলিশ ফিরতেই করোনা বিধির দফারফা। অনেকের মুখেই নেই মাস্ক।