এক্সপ্লোর
Partition Horrors Remembrance Day:রাতের আঁধারে পালিয়ে আসা, মর্মান্তিক মৃত্যু...দেশভাগ শুধুই যন্ত্রণার
History Of Partition:আজ ১৪ আগস্ট, আজ 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে'। স্বাধীনতার সঙ্গে দেশভাগের যে ভয়ঙ্কর কষ্টের স্মৃতি জড়িয়ে রয়েছে, আজ সেই অতীত মনে করার দিন।
রাতের আঁধারে পালিয়ে আসা, মর্মান্তিক মৃত্যু...দেশভাগ শুধুই যন্ত্রণার
1/7

আজ ১৪ আগস্ট, আজ 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে' (Partition Horrors Remembrance Day)। স্বাধীনতার সঙ্গে দেশভাগের যে ভয়ঙ্কর কষ্টের স্মৃতি জড়িয়ে রয়েছে, আজ সেই অতীত মনে করার দিন।
2/7

২০২১ সাল থেকে ১৪ আগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হয়। দিনটি পালন করতে দিল্লির রাজীব চওক মেট্রো স্টেশনে এ বছর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।
Published at : 14 Aug 2023 06:51 PM (IST)
আরও দেখুন






















