এক্সপ্লোর
Aero India 2023:ফ্রেমবন্দি 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'-র উদ্বোধন!
PM Narendra Modi: শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'। এদিন প্রদর্শনীর উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফ্রেমবন্দি 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'-র উদ্বোধন!
1/9

শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'। এদিন প্রদর্শনীর উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/9

এয়ারো ইন্ডিয়া ২০২৩ চলছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে।
3/9

একাধিক যুদ্ধবিমান ও কপ্টারের কসরত, পাশাপাশি লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'-র নানা কেরামতি থাকছে এই প্রদর্শনীতে।
4/9

এদিন 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর ফলে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে।
5/9

এ ব্যাপারে ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত 'তেজস' যুদ্ধবিমানের প্রশস্তি শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।
6/9

৯৮টি দেশের ৮০৯টি এমন সংস্থা এবার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
7/9

মূলত সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হলেও এখানে এ দেশের অভ্য়ন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় যে জোয়ার এসেছে তা তুলে ধরারও চেষ্টা করা হবে।
8/9

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্টের সময় যখন 'গুরুকূল ফর্মেশন' হচ্ছিল, তখন তার পুরোভাগে ছিলেন ভারতের বায়ুসেনা প্রধান, চিফ মার্শাল ভি আর চৌধরী।
9/9

আরও নানা ধরনের 'ফর্মেশন'-এ সেজে ওঠে ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন। (ছবি:PTI)
Published at : 13 Feb 2023 04:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
