এক্সপ্লোর
PM Narendra Modi:ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Highest Civilian Honour:'দ্য অর্ডার অফ দ্য Druk Gyalpo', ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি:PTI)
1/8

'দ্য অর্ডার অফ দ্য Druk Gyalpo', ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটানে যে নাগরিক সাম্মানিক ব্যবস্থা রয়েছে, তাতে এই 'The Order of The Druk Gyalpo' -র তাৎপর্য ভীষণ বেশি। (ছবি:PTI)
2/8

এখনও পর্যন্ত মোট ৪ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মান পেয়েছেন। সেই তালিকায় কোনও বিদেশি প্রধানমন্ত্রীর নাম এই প্রথম। সম্মান পাওয়ার পরই এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি:PTI)
Published at : 22 Mar 2024 08:47 PM (IST)
আরও দেখুন






















