এক্সপ্লোর
PM Narendra Modi:ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Highest Civilian Honour:'দ্য অর্ডার অফ দ্য Druk Gyalpo', ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি:PTI)
1/8

'দ্য অর্ডার অফ দ্য Druk Gyalpo', ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটানে যে নাগরিক সাম্মানিক ব্যবস্থা রয়েছে, তাতে এই 'The Order of The Druk Gyalpo' -র তাৎপর্য ভীষণ বেশি। (ছবি:PTI)
2/8

এখনও পর্যন্ত মোট ৪ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মান পেয়েছেন। সেই তালিকায় কোনও বিদেশি প্রধানমন্ত্রীর নাম এই প্রথম। সম্মান পাওয়ার পরই এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি:PTI)
3/8

লেখেন, 'The Order of The Druk Gyalpo' সম্মান পেয়ে আমি আপ্লুত। ১৪০ কোটি ভারতীয়কে এই সম্মান উৎসর্গ করলাম। (ছবি:PTI)
4/8

ভারতের প্রধানমন্ত্রী যে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন, সে বাবদে ঘোষণা হয়েছিল বেশ কয়েক বছর আগে। নির্দিষ্ট করে বললে, ২০২১ সালের ডিসেম্বরে, ভুটানের রাজা এই ঘোষণা করেছিলেন। (ছবি:PTI)
5/8

হালে, দুদিনের ভুটান-সফরে এসে সেই সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী মোদি। ২০১৪ সালে প্রথম দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এই নিয়ে তৃতীয়বার ভুটান সফরে এসেছেন তিনি। (ছবি:PTI)
6/8

প্রতিকূল আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির সফর এক দিন পিছিয়ে যায়। অবশেষে, আজ, শুক্রবার ভুটান পৌঁছেছেন তিনি। (ছবি:PTI)
7/8

যে ভাবে সে দেশের বাসিন্দারা তাঁকে স্বাগত জানিয়েছেন, তাতে আপ্লুত প্রধানমন্ত্রী। এই অভ্যর্থনা 'স্মরণীয়', বলে মন্তব্য করেন মোদি। (ছবি:PTI)
8/8

একই সঙ্গে আশাপ্রকাশ করেন, ভারত-ভুটান মৈত্রী যেন নতুন মাত্রা ছুঁতে পারে। প্রসঙ্গত, সে দেশের প্রশাসন জানাচ্ছে, ভারত-ভুটান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি এবং ভুটানের মানুষের জন্য তাঁর অনন্য অবদানের কথা মাথায় রেখেই সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। (ছবি:PTI)
Published at : 22 Mar 2024 08:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
