এক্সপ্লোর
Covid Cases: রয়েছে কোভিড-উদ্বেগ, আগেভাগেই প্রস্তুতি গোটা দেশে
Coronavirus: কোভিড রুখতে কতটা তৈরি দেশ। খতিয়ে দেখা হচ্ছে। নেওয়া হচ্ছে প্রস্তুতি।

নিজস্ব চিত্র
1/10

কোভিডের কোপে ফের ছাড়খাড় চিন। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে চিনে। তার জেরে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও।
2/10

সেই কথা মাথায় রেখেই ভারতেও কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর- সর্বত্র কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক একাধিক দেশে কোভিড উদ্বেগের মধ্যে পদক্ষেপ
3/10

দ্বিতীয় কোভিড ঢেউয়ের সময় দেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে নানা অভিযোগ উঠেছিল। তাই এবার গোড়া থেকেই অক্সিজেনের যোগানে নজর রাখা হচ্ছে।
4/10

বিভিন্ন অক্সিজেন প্ল্যান্টে যাতে উৎপাদন ঠিক থাকে তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। যাবতীয় পরিকাঠামো দেখে নিচ্ছেন শ্রমিকরা।
5/10

চিকিৎসার সরঞ্জামের দিকেও খেয়াল রাখা হচ্ছে। হঠাৎ করে কোভিড সংক্রমণ বেড়ে গেলে কীভাবে তা মোকাবিলা করা যাবে। সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
6/10

কেন্দ্রের তরফে নজর রাখা হচ্ছে কোভিড পরীক্ষার উপরেও। বিভিন্ন জায়গায় ফের করোনা পরীক্ষা কেন্দ্রে আনাগোনা বেড়েছে।
7/10

মাস্ক পরার বার্তাও দেওয়া হয়েছে। দিল্লির রাস্তায় এআইসিসি হেডকোয়ার্টারে মাস্ক পরিহিত এক নিরাপত্তা রক্ষী।
8/10

২৭ ডিসেম্বর দেশজুড়ে কোভিড মকড্রিল করা হয়েছে কেন্দ্রের তরফে। কোভিড মোকাবিলায় গোটা দেশের প্রস্তুতি ঠিক কী রকম, তা খতিয়ে দেখতে হয়েছে এই মহড়া।
9/10

ফের ফিরে আসছে মাস্ক। সারা দেশেই নানা স্কুলে পড়ুয়াদের মাস্ক পরতে বলা হচ্ছে। অনেক জায়গাতেই মাস্ক পরতে দেখা যাচ্ছে পড়ুয়াদের।
10/10

বুদ্ধ গয়ায় দলাই লামার একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদেরও মাস্ক পরতে দেখা গিয়েছে। সব ছবি: PTI
Published at : 29 Dec 2022 05:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
