এক্সপ্লোর
Amarnath Yatra: কাল থেকে শুরু অমরনাথ-দর্শন, আসছেন প্রথম দফার পুণ্যার্থীরা

ভাগবতী নগরের বেসক্যাম্পে পুজোয় উপরাজ্যপাল মনোজ সিনহা
1/10

শুরু তীর্থযাত্রা। তার আগে অমরনাথ-দর্শনে আসা প্রথম দফার পুণ্যার্থীদের শুভেচ্ছা জানালেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।
2/10

যাত্রা শুরুর আগে পুণ্যার্থীদের উদ্দেশে হাত নাড়লেন উপরাজ্যপাল। আজ সকালেই উধমপুরে পৌঁছন অমরনাথ-দর্শনে আসা তীর্থযাত্রীরা।
3/10

জম্মুর ভাগবতী নগর বেসক্যাম্প থেকে রওনা দিচ্ছেন পুণ্যার্থীরা। হাতে জাতীয় পতাকা।
4/10

পুণ্যার্থীরা অমরনাথ-দর্শনে বেরোনোর আগে ভাগবতী নগরের বেসক্যাম্পে পুজো করেছেন উপরাজ্যপাল।
5/10

যাত্রাপথে! বাসের মধ্যে বার বার মন্ত্রোচ্চারণ ও স্লোগান পুণ্যার্থীদের। করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে বন্ধ ছিল অমরনাথ-যাত্রা।
6/10

পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া সেনা প্রহরার বন্দোবস্ত রয়েছে যাত্রাপথে।
7/10

দু'বছর পর অমরনাথ-দর্শনের সুযোগ পেয়ে বিহ্বল তীর্থযাত্রীরা। প্রথম দফার দর্শনের জন্য বাসে ওঠার আগে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে।
8/10

ঘন ঘন মন্ত্রোচ্চারণ ও ঈশ্বর-স্মরণ বাসের মধ্যে।
9/10

৩০ জুন থেকে অমরনাথ-দর্শন শুরু। নাশরি থেকে বানিহাল পর্যন্ত যাত্রায় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করেছে রামবান জেলা প্রশাসন।
10/10

তীর্থযাত্রীদের সুবিধার্থে ডিআরডিও হস্টেল তৈরি করেছে প্রশাসন। নিরাপত্তার দায়িত্বে সেনা, সিআরপিএফ ও স্থানীয় পুলিশ।
Published at : 29 Jun 2022 08:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
