হোমফটো গ্যালারিখবরGoa Haunted House: গোয়ায় গেলে ভুলেও এই বাড়ির সামনে যাবেন না! কিন্তু কেন?
Goa Haunted House: গোয়ায় গেলে ভুলেও এই বাড়ির সামনে যাবেন না! কিন্তু কেন?
By : abp ananda | Updated at : 23 Dec 2021 07:17 AM (IST)
demello_feature
1/7
গোয়ায় ঘোরার জায়গা প্রচুর। বিচ থেকে জঙ্গল, পর্যটকদের জন্য গোয়া হল স্বর্গ। কিন্তু সেখানেই এমন এক বাড়ি রয়েছে যা পর্যটকদেরও ভয় ধরিয়ে দেয়। দক্ষিণ গোয়ার সান্তেমোল-এ অবস্থিত, ডি'মেলো হাউস গোয়ার সবচেয়ে কুখ্যাত ভুতুড়ে বাড়িগুলির মধ্যে একটি। এই ভুতুড়ে বাড়ির সঙ্গে এর অতীত জড়িয়ে আছে।
2/7
জানা যায়, এই বাড়িটিতে না কি ডি'মেলো ভাইদের আত্মারা ঘুরে বেড়ায়। পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারায় দু'জন। লড়াই এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে এক ভাই অন্য একজনকে হত্যা করেছিল। শত্রুতার জেরে প্রাণ হারায় দুই ভাই।
3/7
ভাইদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক লড়াই না কি আজও চলছে। এখনও পথচারী এবং আশেপাশের লোকজন অদ্ভুত শব্দ শুনতে পায়। এখনও রক্তজল করা আওয়াজ পাওয়া যায় বলে জানা যায়।
4/7
শুধু তাই নয়, এই বাড়িতে নানা অলৌকিক কাণ্ড ঘটে বলেও জানান হয়েছে। আচমকা জানলা ভাঙার আওয়াজ আসে। কিন্তু কীভাবে তা হয় কারুর কাছেই স্পষ্ট নয়।
5/7
তাই এই বাড়ি কিনতে কেউ প্রস্তুত নয়। পরিবারের সদস্যরাও এই সম্পত্তি ভাগ করার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি।
6/7
এই বাড়িটিতে পর্তুগিজদের নিজেদের একটি ছোঁয়া রয়েছে। এতে বিভিন্ন ছবি খোদাই এবং নস্টালজিক ডিজাইন-সহ নানা ভাবনা রয়েছে বাড়িটিতে। বর্তমানে এটি গোয়ার সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির মধ্যে একটি।
7/7
ক্রমে ক্রমে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে ডি'মেলো হাউসটি। কাঠের ছাদ ক্রমাগত ধসে পড়ায় ঘরের সর্বত্র পড়ে আছে ধ্বংসাবশেষ। স্থানীয় সূত্রে খবর, একটি ঘর এখনও সিমেন্ট দিয়ে সিল করা রয়েছে, যা এখনও অজানা।