এক্সপ্লোর
Goa Haunted House: গোয়ায় গেলে ভুলেও এই বাড়ির সামনে যাবেন না! কিন্তু কেন?
demello_feature
1/7

গোয়ায় ঘোরার জায়গা প্রচুর। বিচ থেকে জঙ্গল, পর্যটকদের জন্য গোয়া হল স্বর্গ। কিন্তু সেখানেই এমন এক বাড়ি রয়েছে যা পর্যটকদেরও ভয় ধরিয়ে দেয়। দক্ষিণ গোয়ার সান্তেমোল-এ অবস্থিত, ডি'মেলো হাউস গোয়ার সবচেয়ে কুখ্যাত ভুতুড়ে বাড়িগুলির মধ্যে একটি। এই ভুতুড়ে বাড়ির সঙ্গে এর অতীত জড়িয়ে আছে।
2/7

জানা যায়, এই বাড়িটিতে না কি ডি'মেলো ভাইদের আত্মারা ঘুরে বেড়ায়। পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারায় দু'জন। লড়াই এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে এক ভাই অন্য একজনকে হত্যা করেছিল। শত্রুতার জেরে প্রাণ হারায় দুই ভাই।
Published at : 23 Dec 2021 07:17 AM (IST)
আরও দেখুন






















