এক্সপ্লোর
Rath Yatra 2022: মহা ধুমধামে শুরু পুরীর রথযাত্রা, সমুদ্র-শহরে পুণ্যার্থীদের ঢল
নিজস্ব চিত্র
1/10

কোভিড আবহ কাটিয়ে স্বমহিমায় পুরীর রথযাত্রা। আজ শুক্রবার সকাল থেকেই ঢল নেমেছে পুরীতে। মহাসমারোহে শুরু হয়েছে রথ উৎসব। উৎসবে সামিল হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে ভিড় জমিয়েছেন অসংখ্য পুণ্যার্থী। ছবি: শ্রী জগন্নাথ মন্দির অফিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (@SJTA_Puri)
2/10

রথ দেখতে, উৎসবে যোগ দিতে বাংলা থেকেও গিয়েছেন বহু ভক্ত। মাঝে দুই বছর কোভিডের কারণে রথযাত্রা হলেও সেখানে ভক্তরা প্রবেশ করতে পারেননি। ফলে এবার সব আগের মতো হয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই উৎসাহ বেড়েছে বহু গুণ। ছবি: শ্রী জগন্নাথ মন্দির অফিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (@SJTA_Puri)
Published at : 01 Jul 2022 03:53 PM (IST)
আরও দেখুন






















