এক্সপ্লোর
দিল্লিতে অবশেষে এল বর্ষা, তীব্র গরমে স্বস্তি এনে দিল কালো মেঘ আর রিমঝিম বৃষ্টি
heavy rainfall in delhi
1/7

প্রথমে আকাশ ছেয়ে ঘণ কালো মেঘ। তারপর রিমঝিম বৃষ্টি। দিল্লির পরিবেশ যেন লহমায় বদলে গেল। তীব্র গরমে স্বস্তি পেল দিল্লি। বৃষ্টি শুরু হতেই অনেকেই খুশিতে রাস্তায় নেমে এসে খানিক ভিজে নিলেন। যেন হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে ফের দেখা হল।
2/7

প্রথমে কালো মেঘ ঢেলে দিল সূর্যকে। শ্যামল মেঘে ঢাকা পড়ল চারদিক। দেখতেই দেখতেই দিল্লি থেকে নয়ডা-সমগ্র জাতীয় রাজধানী অঞ্চলে নেমে এলে আঁধার। তারপরই শুরু হল বৃষ্টি। প্রবল গরমে দিল্লিবাসীর হৃদয়ে তখন স্বস্তির ছোঁয়া।
Published at : 14 Jul 2021 08:21 PM (IST)
আরও দেখুন






















