এক্সপ্লোর
দিল্লিতে অবশেষে এল বর্ষা, তীব্র গরমে স্বস্তি এনে দিল কালো মেঘ আর রিমঝিম বৃষ্টি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/fac7436faaa2b1b93eee5a10c58edce9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
heavy rainfall in delhi
1/7
![প্রথমে আকাশ ছেয়ে ঘণ কালো মেঘ। তারপর রিমঝিম বৃষ্টি। দিল্লির পরিবেশ যেন লহমায় বদলে গেল। তীব্র গরমে স্বস্তি পেল দিল্লি। বৃষ্টি শুরু হতেই অনেকেই খুশিতে রাস্তায় নেমে এসে খানিক ভিজে নিলেন। যেন হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে ফের দেখা হল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/0cdaa8feae88333eefdafa2275197a8d46168.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমে আকাশ ছেয়ে ঘণ কালো মেঘ। তারপর রিমঝিম বৃষ্টি। দিল্লির পরিবেশ যেন লহমায় বদলে গেল। তীব্র গরমে স্বস্তি পেল দিল্লি। বৃষ্টি শুরু হতেই অনেকেই খুশিতে রাস্তায় নেমে এসে খানিক ভিজে নিলেন। যেন হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে ফের দেখা হল।
2/7
![প্রথমে কালো মেঘ ঢেলে দিল সূর্যকে। শ্যামল মেঘে ঢাকা পড়ল চারদিক। দেখতেই দেখতেই দিল্লি থেকে নয়ডা-সমগ্র জাতীয় রাজধানী অঞ্চলে নেমে এলে আঁধার। তারপরই শুরু হল বৃষ্টি। প্রবল গরমে দিল্লিবাসীর হৃদয়ে তখন স্বস্তির ছোঁয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/13ec4a4712444c41fa7ec7c9228b0d275b80d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমে কালো মেঘ ঢেলে দিল সূর্যকে। শ্যামল মেঘে ঢাকা পড়ল চারদিক। দেখতেই দেখতেই দিল্লি থেকে নয়ডা-সমগ্র জাতীয় রাজধানী অঞ্চলে নেমে এলে আঁধার। তারপরই শুরু হল বৃষ্টি। প্রবল গরমে দিল্লিবাসীর হৃদয়ে তখন স্বস্তির ছোঁয়া।
3/7
![ভারী বৃষ্টি দিল্লিবাসীর শরীর জুড়িয়ে দেয়। বহুকাঙ্খিত বর্ষার আগমনে অনেকেই শিশুর মতো আনন্দে মেতে ওঠেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/6fd94679a9f8e7d4203243aaf70a7cb2596ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারী বৃষ্টি দিল্লিবাসীর শরীর জুড়িয়ে দেয়। বহুকাঙ্খিত বর্ষার আগমনে অনেকেই শিশুর মতো আনন্দে মেতে ওঠেন।
4/7
![এরইমধ্যে বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই রাস্তায় ওভারব্রিজে নিতে আশ্রয় নেন। অনেককেই ছাতা মাথায় বৃষ্টি এড়ান। এই ছবিতে এক ব্যক্তিকে কুলারের নিচে আশ্রয় নিতে দেখা গিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/13b294f4241985f0e7c212e2954fb635d5883.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরইমধ্যে বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই রাস্তায় ওভারব্রিজে নিতে আশ্রয় নেন। অনেককেই ছাতা মাথায় বৃষ্টি এড়ান। এই ছবিতে এক ব্যক্তিকে কুলারের নিচে আশ্রয় নিতে দেখা গিয়েছে।
5/7
![দিল্লি ও এনসিআরের বেশ কিছু এলাকায় আজ ভারী বৃষ্টি হয়েছে। নয়ডার আকাশেও ছিল ঘণ কালো মেঘ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/e5458dff3ba8c9687dad8bed1061543eabf21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লি ও এনসিআরের বেশ কিছু এলাকায় আজ ভারী বৃষ্টি হয়েছে। নয়ডার আকাশেও ছিল ঘণ কালো মেঘ।
6/7
![গত ১৯ বছরে এবার বর্ষা দিল্লিতে ঢুকেছে প্রায় দুই সপ্তাহ দেরিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিন দিল্লির বিভিন্ন অংশে বৃষ্টি হবে। এই ছবি গুরুগ্রামের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/fc7ece90ca65540925b0ebff951741c069eb9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ১৯ বছরে এবার বর্ষা দিল্লিতে ঢুকেছে প্রায় দুই সপ্তাহ দেরিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিন দিল্লির বিভিন্ন অংশে বৃষ্টি হবে। এই ছবি গুরুগ্রামের।
7/7
![দেশে এবার সব শেষে বর্ষা এল দিল্লিতে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, গত ৬২ বছরে দিল্লিতে প্রথম বৃষ্টি কমপক্ষে ৩৩ বার জুলাইতে হয়েছে। এই ছবি পাটিয়ালার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/bed1a946171eb8e65608a5102d33e14e8c227.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশে এবার সব শেষে বর্ষা এল দিল্লিতে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, গত ৬২ বছরে দিল্লিতে প্রথম বৃষ্টি কমপক্ষে ৩৩ বার জুলাইতে হয়েছে। এই ছবি পাটিয়ালার।
Published at : 14 Jul 2021 08:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)