এক্সপ্লোর
IAF Day 2022: বায়ুসেনা দিবসের প্রস্তুতি, চোখ ধাঁধানো মহড়ায় যুদ্ধবিমান-কপ্টার
Indian Air Force: ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। তার জন্যই চলেছে প্রস্তুতি।
মহড়ার একটি মুহূর্ত। ছবি: ভারতীয় বায়ুসেনার টুইটার
1/9

রাত পোহালেই ভারতীয় বায়ুসেনা দিবস। তার জন্য আগে থেকেই তুঙ্গে প্রস্তুতি। চলেছে মহড়া। সেই মহড়ার নানা মুহূর্তের ছবি ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
2/9

বায়ুসেনা দিবসের জন্য ফ্লাইপাস্ট (Flypast) অনুশীলন করা হয়েছে। অংশ নিয়েছে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান, কপ্টার।
Published at : 07 Oct 2022 09:46 PM (IST)
আরও দেখুন






















