এক্সপ্লোর
Partition Horrors Remembrance: ছিন্নমূলের যন্ত্রণা, স্বাধীনতার ৭৫ বছর পূর্তির প্রাক্কালে দেখুন ছবি
History Exhibition Done And Other Details: রাত পোহালেই স্বাধীনতা দিবস। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। তার ঠিক আগের দিনই পালিত হয় Partition Horrors Remembrance Day।
দেশভাগের ভয়াবহতা নিয়ে প্রদর্শনী সংসদ ভবনে। উদ্বোধনে লোকসভার অধ্যক্ষ ও কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী (ফাইল ছবি)
1/8

রাত পোহালেই স্বাধীনতা দিবস। এ বার ঔপনেবেশিক শাসনের শৃঙ্খল থেকে মুক্তির ৭৫ বছর পালন করছে ভারত। কিন্তু তার ঠিক আগের দিনই পালিত হয় Partition Horrors Remembrance Day। দেশভাগ যে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছিল তাঁদের স্মরণ করেই এই দিন। বিশেষ এই দিন উপলক্ষ্যে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2/8

ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লেখেন, '১৯৪৭ সালের দেশভাগ ভারতের স্বাধীনতার ইতিহাসের এমন এক অমানবিক অধ্যায় যা কেউ কোনও দিন ভুলতে পারবেন না।...আজকের দিনে তাঁদের সকলকে কুর্নিশ যাঁদের দেশভাগের যন্ত্রণা ভুগতে হয়েছিল।'
Published at : 14 Aug 2022 07:34 PM (IST)
আরও দেখুন






















