এক্সপ্লোর
Agni-V Missile: অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি, জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য
Agni-V Missile
1/8

গতকালই আন্তর্মহাদেশীয় পাল্লার ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫ এর প্রথম সফল ইউজার ট্রায়াল করল ভারত। সেনাবাহিনীর মুকুটে যুক্ত হল আরও একটি পালক। আসলে পরীক্ষা সফল হওয়ায় এবার এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে যুক্ত হওয়ার পথ প্রশ্বস্ত হল।
2/8

ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ড। কোভিড অতিমারীর কারণে ২০২০-তে এই ইউজার ট্রায়াল বিলম্বিত হয়।
Published at : 28 Oct 2021 04:51 PM (IST)
আরও দেখুন





















