এক্সপ্লোর
Mount Kailash: কৈলাশ পর্বতের চূড়ায় আজ অবধি কেউ পৌঁছতে পারেনি, তবু কেন ছুটে যান পর্যটকেরা?

kailash_feature
1/9

পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাশ পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৬৫৬ মিটার উচ্চতায় অবস্থিত। পর্বত হিসেবে এর উচ্চতা যে বিশাল বেশি তা নয়।
2/9

তবে বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের মানুষের কাছে এটি একটি বিখ্যাত পবিত্র স্থান। হিন্দুধর্মের মতে শিবের বাসস্থান এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এই কৈলাশ পর্বত।
3/9

কৈলাশ ও মানস সরোবর নিয়ে নানা অলৌকিক ঘটনাও শোনা যায়। যা এখনও পর্যন্ত অজানাই। এই পাহাড়কে রহস্যময় আখ্যাই দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউই কৈলাশ পর্বত চূড়ায় আরোহণ করেনি।
4/9

যদিও শোনা যায় একজন বৌদ্ধ সন্ন্যাসী কৈলাশ পর্বত শিখরে পৌঁছতে পেরেছিলেন। এরপর অনেকেই কৈলাশ পর্বতের চূড়ায় আরোহণের চেষ্টা করেছিল। এঁদের মধ্যে অনেকে মারাও যান।
5/9

মাউন্ট কৈলাশের চূড়া দেখতে পিরামিডের মতো। মিশরের পিরামিডের থেকেও এর উচ্চতা বেশি বলা হয়। অনেকের মত অতিপ্রাকৃত শক্তি তৈরি করেছে এই মাউন্ট কৈলাশ।
6/9

যদিও পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে গুগল ম্যাপস মাউন্ট কৈলাশের কেন্দ্রস্থল দেখায়। এটিকে পৃথিবীর অক্ষ হিসেবেও দেখা হয়ে থাকে।
7/9

প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী মানস সরোবর যাত্রা করেন। তবে অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন।
8/9

এও কথিত আছে যে এই পাহাড়ে যারা আরোহণ করেছেন তাঁদের চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুতগতিতে। যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি।
9/9

সংস্কৃতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি। কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। মাউন্ট কৈলাস জয় করা কেন অসম্ভব তা অবশ্য আজও অজানা।
Published at : 07 Sep 2021 04:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
