এক্সপ্লোর
North India Snowfall : কুলগাম, গুলমার্গের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ
উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ
1/11

মাঘের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। ভূস্বর্গ ডেকেছে পুরু বরফের চাদরে।
2/11

জওহর টানেল যেন ঠিক ক্যালেন্ডারের পাতার ছবি। চারিদিকে শুধুই তুষার-ছবি।
3/11

কাশ্মীরের কুলগামে পারদ শূন্যের নীচে, গুলমার্গের তাপমাত্রা দেখাচ্ছে মাইনাস ৭ ডিগ্রি।
4/11

জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে হাইওয়ে, তার অনেকটা অংশ ৫ ইঞ্চি বরফের তলায়।
5/11

বাড়ি-ঘর গাছ-পাতা সবই বরফাচ্ছাদিত। অন্যদিকে, শীতে বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দিল্লি। ভেঙে গিয়েছে ১২১ বছরের রেকর্ড। দিল্লিতে ৮৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
6/11

কাঁপছে উত্তর ভারত। এদিকে, বারবার তুষারপাত হয়েছে নৈনিতালেও। রাস্তার দুধারে বরফ জমে নয়নাভিরাম ছবি।
7/11

উত্তরাখণ্ডের নৈনিতাল, মুসৌরিতেও দফায় দফায় তুষারপাত হচ্ছে।
8/11

পিথোরাগড়েও হয়েছে তুষারপাত।
9/11

ডালহৌসি ভেঙেছে তুষারপাতের রেকর্ড।
10/11

পর্যটকপ্রিয় সিমলায় বরফ পড়ছে। ২টি জাতীয় সড়ক ও রাজ্যের ১৪৭টি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়েছে।
11/11

হোটেল থেকে বসতবাড়ি, সবই বরফের চাদরে মুড়ি দিয়েছে।
Published at : 24 Jan 2022 12:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























