এক্সপ্লোর
Ratan Tata: একাকীত্বের যন্ত্রণা অনুভূত হয় বার্ধক্যে, একা একা ৮৪ পেরিয়ে স্বগতোক্তি রতন টাটার
Goodfellows Startup: পার করে ফেলেছেন গিয়েছেন জীবনের ৮৪টি বসন্ত। এতদিন পর একাকীত্ব নিয়ে স্বগতোক্তি করতে দেখা গেল শিল্পপতি রতন টাটাকে। ছবি: পিটিআই।
—ফাইল চিত্র।
1/10

টাটা গ্রুপের বৃহৎ সাম্রাজ্য তাঁর হাতে। তা সামলাতে গিয়েই বার্ধক্য পার হয়ে গিয়েছে। পার করে ফেলেছেন গিয়েছেন জীবনের ৮৪টি বসন্ত। এতদিন পর একাকীত্ব নিয়ে স্বগতোক্তি করতে দেখা গেল শিল্পপতি রতন টাটাকে।
2/10

জীবনের প্রতি পদে কারও সঙ্গ আশা করেন প্রত্যেকেই। তা না পাওয়ার যন্ত্রণা কী, তা একাকীত্বে ভোগেন যাঁরা, তাঁরাই বোঝেন বলে মত রতন টাটা।
Published at : 17 Aug 2022 11:39 AM (IST)
আরও দেখুন






















