এক্সপ্লোর
In Pics: ভারতীয় রেলে ভ্রমণের পরিকল্পনা করছেন? কীভাবে অনলাইনে টিকিট বুক করবেন? দেখুন ছবিতে

ফাইল ছবি
1/10

ভারতীয় রেলে ভ্রমণের পরিকল্পনা করছেন? কিন্তু টিকিট বুক করতে পারছেন না?
2/10

বাড়িতে বসেই অনলাইনে মোবাইল ফোন, ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC- র টিকিট বুক করতে পারবেন।
3/10

টিকিট বুক করার জন্য অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করতে হবে। অথবা IRCTC অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রার করা যাবে।
4/10

কীভাবে রেজিস্ট্রার করবেন? irctc.co.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার অপশনে ক্লিক করলে একটি ফর্ম পাওয়া যাবে। ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে একটি ইউজার নেম দিতে হবে। এরপর সিকিউরিটি প্রশ্ন বেছে নিয়ে তার উত্তর দিতে হবে।
5/10

এরপর নিজের নাম, লিঙ্গ, পেশা এবং জন্ম তারিখ দিতে হবে। দিতে হবে একটি ইমেল আইডি এবং পাসওয়ার্ড হিসেবে দিতে হবে মোবাইল নম্বর।
6/10

এরপর পিন কোড সহ পুরো ঠিকানা লিখতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে সংশ্লিষ্ট ফোন নম্বর বা ইমেল আইডিতে একটি কোড যাবে। সেই কোড লিখে ফের সাবমিট করতে হবে। রেজিস্ট্রার হয়ে গেলে একটি মেসেজ মিলবে।
7/10

কীভাবে বুক করবেন টিকিট?
8/10

irctc.co.in ওয়েবসাইটে গিয়ে হোম পেজে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন করার পর টিকিট বুক করার অপশন আসবে। এবার কোন স্টেশন থেকে যাত্রা শুরু করবেন এবং গন্তব্য কোন স্টেশন, তার নাম দিতে হবে। এরপর তারিখ দিতে হবে এবং কোন ক্লাসে যেতে চান তা জানাতে হবে।
9/10

সংশ্লিষ্ট ট্রেনের পছন্দসই সিট আছে কি না তা দেখতে হবে। সিট পছন্দ হলে বুক করার অপশনে ক্লিক করতে হবে। টিকিট বুক করতে প্রয়োজনীয় তথ্য যেমন মোবাইল নম্বর এবং ক্যাপচা দিতে হবে।
10/10

এরপর টিকিটের ভাড়া দেওয়া যাবে ক্রেডিট, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই-এর মাধ্যমে। টিকিট বুক হয়ে গেলে মেসেজ আসবে রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে।
Published at : 02 Dec 2021 03:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
