এক্সপ্লোর
Kedarnath Temple: খুলে গেল দরজা, ১০৮ কুইন্টাল ফুলে সাজানো হল মন্দির, ভক্তদের ভিড় উপচে পড়ল কেদারনাথে !
Kedarnath Temple Reopen: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এদিন কেদারনাথ মন্দিরে উপস্থিত ছিলেন। তীর্থযাত্রীদেরকে এদিন তিনি স্বাগত জানিয়েছেন তিনি।
খুলে গেল দরজা, ১০৮ কুইন্টাল ফুলে সাজানো হল মন্দির, ভক্তদের ভিড় উপচে পড়ল কেদারনাথে !
1/10

ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় আজ সকালে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। এদিন ভোর রাত থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন।
2/10

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছে। আর এবার শুক্রবার সকালে তীর্থযাত্রীদের জন্য খুলে গেল কেদারনাথের দরজা।
3/10

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এদিন কেদারনাথ মন্দিরে উপস্থিত ছিলেন। তীর্থযাত্রীদেরকে এদিন তিনি স্বাগত জানিয়েছেন তিনি।
4/10

এদিন কুইন্টাল কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে কেদারনাথ মন্দির। মন্দির খোলার পর নিয়ম মেনেই পুজো দেন অসংখ্য ভক্ত।
5/10

মূলত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে চারধাম যাত্রা শুরু হয়। এই তীর্থযাত্রার চারটি পবিত্রস্থান হল যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ।
6/10

ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে। তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম হয়ে শেষ হয় বদ্রিনাথ ধামে।
7/10

হিন্দু ধর্মে এই চারধাম যাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর মূলত এপ্রিল-মে থেকে এই যাত্রা শুরু হয়। আর শেষ হয় অক্টোবর-নভেম্বর মাসে।
8/10

বিশ্বাস করা হয় যে একজন ভক্ত ঘড়ির কাঁটার দিক নির্দেশ মেনে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করে থাকেন।
9/10

এদিন কেদারনাথ মন্দির দরজা খোলা হয়েছে। এবং আগামী ৪ মে খোলা হবে বদ্রীনাথের দরজা। এদিন ভক্তের ভিড়ে উপচে পড়ে মন্দির চত্বর।
10/10

২ মে সকাল ৭ টায় শুরু হয় ঢোলের আওয়াজ। জানা গিয়েছে এদিন ১০৮ কুইন্টাল ফুল দিয়ে গোটা মন্দির ঘিরে ফেলা হয়।
Published at : 02 May 2025 09:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























