এক্সপ্লোর
E-Pass: জরুরি পরিষেবা ও অনলাইন ডেলিভারিতে শুধু ছাড়, তবে লাগবে ই-পাস, কীভাবে পাবেন, জেনে নিন

In Pics get to know of getting an e pass for essential commodity movement and online delivery in kolkata
1/9

রাজ্যজুড়ে লকডাউনের নিয়মের কড়াকড়িতে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ও অনলাইন ডেলিভারির ক্ষেত্রে চলাচলে ছাড় রয়েছে। তবে সেক্ষেত্রেও লাগবে ই-পাস।
2/9

কলকাতায় যাতায়াতের ক্ষেত্রে ই-পাস সার্ভিস ইতিমধ্যে চালু করে দিয়েছে কলকাতা পুলিস। দেখে নিন কীভাবে তা জোগাড় করবেন।
3/9

প্রথমে যেতে হবে http://coronapass.kolkatapolice.org ওয়েবসাইটে। সেখান গিয়ে কয়েকটি ধাপ এগোলেই জরুরী পরিষেবা ও অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পেয়ে যাবেন এই ই-পাস।
4/9

ওয়েবসাইটে যাওয়ার পর একটি ডায়ালগ বক্স খুলবে, তার নীচে 'I Agree' তে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম, ই-মেল অ্যাড্রেস, থানা, বিষয় ও বক্তব্য লিখতে হবে।
5/9

ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ভেরিফিকেশনের জন্য স্ক্রিনে ফুটে ওঠা ক্যাপচা কোডও এন্টার করতে হবে।
6/9

ওয়েবসাইটেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনেই তা ফিল-আপ করে সাবমিট করতে হবে।
7/9

সাবমিটের পর আপনার দেওয়া মেল আইডি বা ফোন নম্বরে এসএমএস মারফত এসে যাবে একটি কিউ-আর কোড। যার সাহায্যে আপনি তার পরের ধাপে ই-পাস ডাউনলোড করে ফেলতে পারবেন।
8/9

কার্যত লকডাউনের মতো পরিস্থিতিতে বাইরে বেরোনোর ক্ষেত্রে ই-পাস একান্ত প্রয়োজনীয়। সঙ্গে মাথায় রাখতে হবে শুধু ই-পাস থাকলেই চলবে না, তা যাতে ভালো ভাবে দেখা যায় সেই ব্যবস্থা করাও আপনার কর্তব্য। তাই ই-পাস প্রিন্ট আউট করে গাড়িতে লাগিয়ে রাখাই স্রেয়।
9/9

পুলিশে যে কোনো চেক পয়েন্ট বা পিকেটে যাতে সেই ই-পাস পরিষ্কারভাবে দেখা যায় সেটা নিশ্চিত করাও আপনার দায়িত্ব। নির্দিষ্ট ই-পাসের ক্ষেত্রে যে এলাকা বা রুট ধার্য করা থাকবে, তার মধ্যেই কিন্তু বৈধ হবে ধার্য হওয়া পাশের কার্যকারিতা।
Published at : 16 May 2021 09:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
