এক্সপ্লোর
Monsoon Rain : এখনও বৃষ্টি ঘাটতি, ঝমঝমিয়ে বৃষ্টি হবে এবার বর্ষায় ? চাষিদের মুখে হাসি ফুটবে ? ভরা বর্ষা পাবে বাংলা ?
Rain Update : ঘাটতি মিটিয়ে শেষ কটাদিন ঘুরে দাঁড়াতে পারবে বর্ষা ? হা পিত্যেশ মিটবে চাষিদের ?
মেঘাচ্ছন্ন হাওড়া-কলকাতার আকাশ। ফাইল ছবি
1/10

কেরালায় আগেভাগে এসেছে বর্ষা। গত ৩০ মে। তবে উত্তর পশ্চিম ভারতে এর গতি গিয়েছে থমকে। ফলে রুখুসুখু অবস্থা বাংলা সহ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে। ছবি -পিটিআই
2/10

দেশের অর্থনীতিতে ভালরকম বর্ষার ভূমিকা ভীষণই গুরুত্বপূর্ণ। দেশের পে্রায় ৫০ শতাংশ জমিতে ভাল বর্ষা ছাড়া চাষবাসের তেমন উপায় নেই। পাশাপাশি দেশের অধিকাংশ জলাধার ভরাতে বৃষ্টিই ভরসা। যাতে পরবর্তীকালে সেই জল চাষবাসের কাজে লাগানো যেতে পারে। ছবি -পিটিআই
3/10

ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য ( Indian Meteorological Department) অনুযায়ী, জুন মাসে দেশে বৃষ্টি হয়েছে ১৪৭.২ মিমি, যা স্বাভাবিকের থেকে কম। ছবি -পিটিআই
4/10

জুন মাসের ১১ তারিখ থেকে ২৭ জুন পর্যন্ত এই ষোলো দিনে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে দেশে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ছবি -পিটিআই
5/10

উত্তরপশ্চিম ভারতে ৩৩ শতাংশ বৃষ্টি ঘাটতি, মধ্য ভারতে সে ঘাটতির পরিমাণ ১৪ শতাংশ। পূর্ব ও উত্তরপূর্ব ভারতে বৃষ্টি ঘাটতির পরিমাণ ১৩ শতাংশ। তবে উলটপূরাণ দক্ষিণ ভারতে। বৃষ্টির ঘাটতির বদলে সেখানে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। জুন মাসে প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত সেই রাজ্যে। ছবি -পিটিআই
6/10

স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১৬৫.৩ মিমি। অর্থাৎ জুন মাসে দেশে বৃষ্টি ঘাটতি প্রায় এগারো শতাংশ। এই অবস্থায় বাকি জুলাই মাসে কি ঘাটতি পূরণ হবে ? কী বলছে আবহাওয়া দফতর ? ছবি -পিটিআই
7/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের সব অঞ্চলে স্বাভাবিক থেকে অতি-স্বাভাবিক বৃষ্টি হবে গোটা জুলাই মাসে। এবং এর সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। ছবি -পিটিআই
8/10

এর পিছনে সেই লা নিনার প্রভাবই। আর এর কারণে জুলাইয়ে সেকেন্ড ইনিংসে চালিয়েই খেলবে বর্ষা, যার ফলে ভরা বর্ষা সময়ের অপেক্ষা, মত IMD ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রের। ছবি -পিটিআই
9/10

গত বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় পর্যাপ্ত বর্ষা পায়নি দেশ। ফলে প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। বড় রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও দেশীয় চাহিদা বেড়ে যাওয়ায় চিনি, চাল, গম, পিঁয়াজ ইত্যাদি রপ্তানিতে রাশ টানতে হয়। ছবি -পিটিআই
10/10

প্রকৃতির চোখরাঙানি কি এবার প্রশস্তিতে বদলে যাবে ? বর্ষার বৃষ্টিতে কি ভিজবে চাষিদের মনও। আবহাওয়া দফতরের ইতিবাচক কথা অনুযায়ী অপেক্ষায় তাঁরা। ছবি -পিটিআই
Published at : 01 Jul 2024 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























