এক্সপ্লোর
Mumbai Rains: মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির জের, মুম্বইয়ে বাড়ি ধসে মৃত্যু ১৭ জনের

ফাইল ছবি
1/8

গতকাল চেম্বুরের ভারত নগর এলাকায় ঝুপড়ির ওপর ভেঙে পড়ে দেওয়াল। মৃত্যু হয় ১২ জনের। এখনও কয়েকজনের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা। অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানেও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
2/8

প্রবল বৃষ্টির জেরে চেম্বুরের ভরত নগর অঞ্চলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ১২ জনের। জানা গিয়েছে, দেওয়াল লাগোয়া কয়েকটি ঝুপড়ি ছিল। সেগুলির ওপরই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি।
3/8

প্রথমে খবর পেয়ে সেখানে পৌঁছয় বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা ও দমকল বাহিনী। তারাই সেখান থেকে প্রথমে দেহগুলি উদ্ধার করে। হতাহতদের পুরসভা পরিচালিত রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
4/8

সেখানে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেখান থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
5/8

তবে, আরও মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
6/8

তারা জানিয়েছে, দেওয়ালের নীচে চার-পাঁচটা ঝুপড়ি ছিল। তাদের আশঙ্কা, এখনও ৬-৮ জন হয়ত আটকে রয়েছেন।
7/8

অন্যদিকে, আজ ভোরে ভিকরৌলি এলাকায় বাড়ি ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২ জন। সেখানেও জোরকদমে চলছে উদ্ধারকার্য।
8/8

কয়েকদিন ধরেই মুম্বইতে অতিভারী বৃষ্টি হচ্ছে। মুম্বইতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
Published at : 18 Jul 2021 09:41 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
