এক্সপ্লোর
Narendra Modi : গলায় রুদ্রাক্ষ, গৈরিক বসন, মহাকুম্ভ স্নানের জন্য কেন আজকের দিনটিই বাছলেন মোদি?
Narendra Modi At Mahakumbha: অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীকে সঙ্গে নিয়েই সঙ্গমে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী।

গলায় রুদ্রাক্ষ, গৈরিক বসন, মহাকুম্ভ স্নানে মোদি
1/9

আজ দিল্লিতে ভোট । এদিনই মহাকুম্ভে গঙ্গাস্নান সারলেন প্রধানমন্ত্রী। করলেন মন্ত্রোচ্চারণ। গেরুয়া বসনে করলেন তর্পণ।
2/9

মাঘ অষ্টমী তিথিতে প্রয়াগরাজে অজস্র মানুষের ভিড়। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন তিনি। সঙ্গে করলেন মন্ত্রোচ্চারণ।
3/9

এদিন গঙ্গায় নেমে সূর্য প্রণাম করেন মোদি। তারপর রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্র জপ করেন। জানান প্রার্থনা।
4/9

গঙ্গায় ডুব দেওয়ার সময় প্রধানমন্ত্রীর পরনে ছিল গৈরিক পোশাক। গেরুয়া ফুল স্লিভ টিশার্ট ও নীল রঙের ট্রাউজার পরেই ডুব দেন গঙ্গায়।
5/9

পূর্ব ঘোষিত কর্মসূচি মতোই এদিন প্রয়াগরাজে পৌঁছে যান প্রধানমন্ত্রী। লাল কার্পেট বিছনো পথে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীকে সঙ্গে নিয়েই সঙ্গমে নৌকাবিহার করেন প্রধানমন্ত্রী।
6/9

পরিকল্পনা অনুসারে, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে পুজো দেন প্রধানমন্ত্রী। দুধ, জল অর্পণের মাধ্যমে করেন গঙ্গাপ্রণাম। সাধুসন্তদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
7/9

বুধবার দিল্লিতে ভোট। আর এদিনই ত্রিবেণী-স্নান করলেন প্রধানমন্ত্রী । বিরোধীদের অনেকেই এই দুয়ের মধ্যে সংযোগ খোঁজার চেষ্টা করছেন। তবে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ভোটের সঙ্গে এর কোনও যোগ নেই।
8/9

যে কোনও শুভ কার্য সম্পাদনের ক্ষেত্রেই নরেন্দ্র মোদি তিথি-নক্ষত্র-তারিখ দেখে নেন বলেই ঘনিষ্ঠ মহলের খবর। সে রাম মন্দিরের উদ্বোধন হোক বা নির্বাচনের আগে মনোনয়ন পেশ , ভাল তিথি ও সময় বেছে নিয়েছেন তিনি।
9/9

হিন্দু ধর্মে মাঘ অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। এদিনটিকে ভীষ্ম অষ্টমীও বলা হয়ে থাকে। সেই কারণেও এদিনটিকে বেছে নিয়ে থাকতে পারেন পুণ্যস্নানের জন্য।
Published at : 05 Feb 2025 12:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
