এক্সপ্লোর
নবরূপে ফের যাত্রা শুরুর অপেক্ষায় দ্রুতগতির ডাবল ডেকার ট্রেন
1/14

সব বাধা কাটিয়ে ফের চাকা গড়াতে চলেচে ডাবল ডেকার ট্রেনের।
2/14

রেল সূত্রে দাবি, কোচ আগের তুলনায় অনেক চওড়া। এক কামরায় ১২০ জন যাত্রী বসতে পারবেন।
3/14

কিন্তু যাত্রী সংখ্যা আশানুরূপ না হওয়ায় ফের বন্ধ হয়ে যায়।
4/14

কামরায় থাকবে এলইডি ডেস্টিনেশন বোর্ড। ফলে পরের স্টেশন সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন যাত্রীরা।
5/14

পরে ফের ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।
6/14

কোচের নকশাতেও বদল আনা হয়।
7/14

হাওড়া থেকে বর্ধমান-- প্রায় সব স্টেশনের প্ল্যাটফর্মের ধার কিছুটা কেটে ফেলা হয়।
8/14

কিন্তু বেশ কিছু জায়গায় প্ল্যাটফর্মে ঘষা খায় ট্রেনের পাঁচটি কামরা৷
9/14

২০১০-এর শেষের দিকে হাওড়া থেকে ধানবাদ ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ট্রায়াল রান হয় এসি ডাবল ডেকার ট্রেনের৷
10/14

থাকবে সিসি ক্যামেরা। প্রতিটি কোচে একটি করে থাকবে মিনি প্যান্ট্রি।
11/14

স্টেট অফ দ্য আর্ট এয়ার স্প্রিং সাসপেনশন থাকবে এই কোচে। ফলে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করবেন না।
12/14

রেলের দাবি, ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগে এই ট্রেন ছুটবে দেশের ব্যস্ততম রুটগুলিতে।
13/14

পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে এই সেমি-স্পিড ডাবল ডেকার ট্রেন তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও নতুনত্বের মোড়কে।
14/14

মাঝে বছরখানেকের বিরতি! ডাবল ডেকার ট্রেন ফের ফিরছে ট্র্যাকে! নবরূপে চাকা গড়ানোর অপেক্ষায়!
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement























