এক্সপ্লোর
Nepal News: রামধনু রংয়ের ভালবাসাকে আইনি স্বীকৃতি, ভারত-চিন যা পারেনি, করে দেখাল নেপাল
Nepal Same Sex Marriage: কবে আইন তৈরি হবে, তার অপেক্ষায় আর বসে রইল না আদালত। সমলিঙ্গের বিবাহকে স্বীকৃতি দিয়ে আইনে সংশোধন ঘটানোর নির্দেশ দিল।
ছবি: পিক্সাবে।
1/10

দুই প্রবল শক্তিধর প্রতিবেশী দেশ যা পারেনি, তা করে দেখাল নেপাল। সাময়িক ভাবে হলেও, হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশটিতে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিবাহ।
2/10

গত ২৮ জুন নেপালের সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিবাহকে স্বীকৃতি দিয়েছে। দেশের দেওয়ানি বিধিতে পরিবর্তন ঘটানোরও নির্দেশ দিয়েছে নেপালের সর্বোচ্চ আদালত। তাতে সময় লাগলেও, বিচারপতি তিলপ্রসাদ শ্রেষ্ঠা জানিয়েছেন, অবিলম্বে সমলিঙ্গের বিবাহের আইনি নথিভুক্তিকরণ শুরু করতে হবে।
Published at : 25 Jul 2023 07:19 AM (IST)
আরও দেখুন






















