এক্সপ্লোর
Twin Tower: ঝর্না বিস্ফোরণের মাধ্যমে অট্টালিকার ধ্বংসলীলা! জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি তুঙ্গে
নয়ডার বেআইনি জোড়া ইমারত ভাঙতে নেওয়া হচ্ছে বিশেষ পদ্ধতি। যার নাম ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ।
Noida Supertech Twin Towers Demolition
1/8

আর কয়েকঘণ্টার অপেক্ষা। ধূলিসাৎ হয়ে যাবে নয়ডার সেক্টর 93A-র বিতর্কিত ৩২ তলা ও ২৯ তলার টুইন টাওয়ার। জোড়া ইমারত ধ্বংসের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
2/8

নয়ডার বেআইনি জোড়া ইমারত ভাঙতে নেওয়া হচ্ছে বিশেষ পদ্ধতি। যার নাম ওয়াটারফল ইমপ্লোশন বা ঝর্না বিস্ফোরণ। জোড়া অট্টালিকা ভাঙার বরাত পাওয়া সংস্থার দাবি, এই প্রক্রিয়া দেড়শো শতাংশ নিরাপদ। এর ফলে ১৫ সেকেন্ডেরও কম সময়ে মাটির সঙ্গে মিশে যাবে জোড়া বহুতল।
Published at : 28 Aug 2022 01:50 PM (IST)
আরও দেখুন






















