এক্সপ্লোর
World Leaders Cars: PM Modi থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ! দেখে নিন কী গাড়ি ব্যবহার করেন বিশ্ব নেতারা
Cadillac_One
1/5

Mercedes-Maybach S650 Guard: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় যোগ হয়েছে নতুন এই গাড়ি। SPG-র পরামর্শে এখন Mercedes-Maybach S650 Guard গাড়িতেই বিভিন্ন জায়গায় যাবেন প্রধানমন্ত্রী। গাড়িতে রয়েছে একটি ৬.০ লিটারের টুইন-টার্বো V12 ইঞ্জিন। এই গাড়ি বিস্ফোরণ-রোধী কারের শংসাপত্র পেয়েছে আগেই। গাড়ির মাত্র দু-মিটারের মধ্যে ১৫ কেজি TNT বিস্ফোরণ হলেও যাত্রীরা সুরক্ষিত থাকবেন গাড়িতে।(Image:Instagram/@ mercedesmaybachinindia)
2/5

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে কাস্টম বিল্ট Jaguar XJ Sentinel ব্যবহার করেন। সুপারচার্জড ৫.০ লিটার V8 ইঞ্জিন রয়েছে গাড়িতে। প্রধানমন্ত্রীর ব্যবহৃত গাড়িগুলো জাগুয়ার এক্সজে-র লম্বা হুইলবেস মডেল।(File Photo/ Getty)
Published at : 30 Dec 2021 05:49 PM (IST)
আরও দেখুন






















