এক্সপ্লোর
PM Near Ram Setu:ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই'য়ে পুজো, প্রাণায়ামও করলেন প্রধানমন্ত্রী
Ram Setu Of Dhanushkodi:রাত পোহালেই অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানে যাওয়ার আগে তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই'য়ে পুজোর পাশাপাশি প্রাণায়ামও করলেন প্রধানমন্ত্রী (ছবি:PTI)
1/8

রাত পোহালেই অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানে যাওয়ার আগে তামিলনাড়ুর ধনুষ্কোডির কাছে 'আরিচল মুনাই' পরিদর্শনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ছবি:PTI)
2/8

হিন্দুদের বিশ্বাস, এখান থেকে রামসেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখানেই লঙ্কেশ্বর রাবণকে হারানোর পণ করেন রামচন্দ্র, এমনও বিশ্বাস বহু মানুষের।(ছবি:PTI)
3/8

সেই 'আরিচল মুনাই'-র সৈকতে দাঁড়িয়ে ফুল দিয়ে অর্চনা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। প্রাণায়ামও করলেন তিনি।(ছবি:PTI)
4/8

পরে রবিবারের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'X'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী। শনিবার, তিরুচিরাপল্লিতে শ্রী রঙ্গনাথাস্বামী মন্দিরে পুজো দিয়েছিলেন। রামেশ্বরমের শ্রী আরুলমিগু রামানাথস্বামী মন্দিরেও পুজো দেন মোদি।(ছবি:PTI)
5/8

সোমবারের অনুষ্ঠানে হাজিরার আগে, প্রধানমন্ত্রীর এই সফরগুলি অত্যন্ত গুরুিত্বপূর্ণ। রবিবার 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দিরেও অর্চনা করেন তিনি। ধনুষ্কোডির এই মন্দিরের সঙ্গে বহু হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাস জড়িয়ে রয়েছে। (ছবি:PTI)
6/8

তাঁদের ধারণা, এখানে রাবণের ভাই বিভীষণের সঙ্গে দেখা হয়েছিল শ্রীরামচন্দ্রের। এখানেই রামের কাছে আশ্রয় চেয়েছিলেন বিভীষণ।(ছবি:PTI)
7/8

কারও কারও আবার বিশ্বাস, আজ যেখানে 'শ্রী কোথাণ্ডারামাস্বামী' মন্দির, সেখানেই বিভীষণের রাজ্যাভিষেক করেন রাম। সবটা মিলিয়ে এই জায়গাটির সঙ্গে রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত।(ছবি:PTI)
8/8

অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে রামায়ণের সঙ্গে সম্পর্কিত এই জায়গাগুলিতে প্রধানমন্ত্রীর পরিদর্শন স্বাভাবিক ভাবেই অন্য তাৎপর্য তৈরি করেছে। (ছবি:PTI)
Published at : 21 Jan 2024 05:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
