এক্সপ্লোর
PM Surya Ghar: বাড়িতে সোলার প্যানেল, পি এম সূর্য ঘরে কীভাবে অনলাইনে আবেদন?
Solar Panel: অনলাইন মাধ্যমেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

ফাইল ছবি
1/10

কেন্দ্রীয় সরকার চলতি বছর থেকে পি এম সূর্য ঘর প্রকল্প চালু করেছে। যেসব বাড়িতে মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেখানে এই প্রকল্প প্রযোজ্য। অনলাইনে কীভাবে করবেন আবেদন?
2/10

pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে "অ্যাপ্লাই ফর রুফটপ সোলার" বা নীচে দেওয়া সরাসরি লিঙ্কে ক্লিক করুন। মোবাইল নম্বর লিখে, OTP দিন।
3/10

এবার নিজের রাজ্য এবং জেলা, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, গ্রাহক নম্বর, নাম, মেল আইডি দিতে হবে।
4/10

একইসঙ্গে ওই পেজে বিদ্যুতের বিল এবং ছাদের ছবি আপলোড করুন অথবা অন্য যে জায়গা সোলার প্যানেল ইনস্টল করা যেতে পারে সেখানকার ছবি আপলোড করতে হবে।
5/10

তারপর সব শেষে ক্যাপচা কোড লিখুন এবং সাবমিটে ক্লিক করতে হবে।
6/10

পরবর্তী ধাপে কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। ফর্ম অনুযায়ী 'Rooftop Solar'-এর জন্য আবেদন করতে হবে।
7/10

সম্ভাব্য অনুমোদন পেয়ে গেলে, DISCOM অনুযায়ী যে কোনও রেজিস্ট্রার্ড বিক্রেতাদের দ্বারা প্ল্যান্ট ইনস্টল করুন।
8/10

ইস্টলেশনের কাজ হয়ে গেলে প্ল্যান্টের বিশদ বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
9/10

নেট মিটার ইনস্টল এবং DISCOM- এর পরিদর্শন করার পরে পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট দেওয়া হবে।
10/10

কমিশনিংয়ের রিপোর্ট পাওয়ার পর পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। ৩০ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন।
Published at : 14 Jul 2024 04:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স
Advertisement
ট্রেন্ডিং
