এক্সপ্লোর
ঘণ্টায় ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে পার পাওয়া যাবে না আর !
Rash Driving : যেতে হতে পারে গারদে। পয়লা অগাস্ট থেকে কোথায় কার্যকরী হবে এই নিয়ম ?
বেশি গতিতে গাড়ি চালানো, সবসময়ই উদ্বেগের। আর তাতেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। এই সমস্যা মোকাবিলায় এবার কড়া হল প্রশাসন।
1/10

সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালালেই এবার থেকে FIR দায়ের করা হবে চালকের বিরুদ্ধে। পয়লা অগাস্ট থেকে কার্যকরী হবে এই নিয়ম।
2/10

এই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক রাজ্য পুলিশ। সে রাজ্যের ADG (ট্রাফিক ও পথ সুরক্ষা) অলোক কুমার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, অতিরিক্ত গতিই রাজ্যে ৯০ শতাংশ মারাত্মক দুর্ঘটনার কারণ।
Published at : 29 Jul 2024 10:21 PM (IST)
আরও দেখুন






















