এক্সপ্লোর
SBI Alert: এই কথা না শুনলেই টাকা হাপিস, বাঁচার পথ দেখাচ্ছে SBI
Bank_Fraud
1/6

বার বার সতর্ক করলেও কাজের কাজ হচ্ছে না। প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন গ্রাহকরা। অনলাইনে লেনদেন করতে গিয়ে অজান্তেই করছেন বেশ কয়েকটি ভুল। গ্রাহকদের সচতেন করতে এবার 'রক্ষাকবচ' দিল State Bank of India(SBI)।
2/6

প্রতারণা বা ক্ষতি থেকে বাঁচতে মানতেই হবে এই সব পরামর্শ ১ অনলাইনে যাকে টাকা পাঠাচ্ছেন, দু-বার যাচাই করুন তাঁর বিবরণ। ২ টাকা পাঠানোর অঙ্ক বড় হলে প্রথমে ছোট অঙ্ক পাঠিয়ে প্রাপক পেয়েছেন কিনা নিশ্চিত হোন। ৩ হ্যাকার কল এলে আগে তা স্টেট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের নম্বর নাকি নিশ্চিত হোন। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের আসল নম্বর জেনে নিন। ব্যাঙ্ক থেকে বলছি বললেই বিশ্বাস করবেন না।
Published at : 16 Nov 2021 11:39 PM (IST)
আরও দেখুন






















