এক্সপ্লোর
G20 Summit: রাত পোহালেই শুরু জি ২০ সম্মেলন, রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা
G20 Summit Security: ৯ ও ১০ সেপ্টেম্বর জি ২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে দিল্লি। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান। রাজধানী জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ছবি সৌজন্যে-পিটিআই
1/12

কাল থেকে শুরু হচ্ছে জি ২০ সম্মেলন। যাকে ঘিরে সেজে উঠেছে দিল্লি। ঢেলে সাজানো হয়েছে প্রগতি ময়দান।
2/12

রাজধানীজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তাবাহিনীর টহলদারি চলছে যমুনা নদীতে। রাস্তায় যানবাহন থামিয়ে চলছে তল্লাশি।
3/12

কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। দিল্লির রাস্তায় বিভিন্ন পয়েন্টে হঠাৎ গাড়ি থামিয়ে সারপ্রাইজ চেকিং করা হচ্ছে।
4/12

নিরাপত্তা আঁটসাঁট করার জন্য প্রায় ৫ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে রাজধানীর নানা প্রান্তে।
5/12

শুক্রবার ভোর ৫টা থেকে যান চলাচলে বিধিনিষেধ ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা আগামী কয়েক দিন প্রভাব ফেলবে দিল্লিবাসীর জীবনযাত্রায়।
6/12

নয়াদিল্লিতে শুক্রবার ভোর ৫টা থেকে রবিবার রাত ১১.৫৯ পর্যন্ত নিয়ন্ত্রিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে।
7/12

হাঁটা, সাইকেল চালানো বা পিকনিক করার জন্য ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ সহ "নিয়ন্ত্রিত" এবং "নিয়ন্ত্রিত অঞ্চলের" মধ্যে স্থানগুলিতে ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে।
8/12

বাসগুলি রিং রোড এবং রিং রোড ছাড়িয়ে দিল্লির সীমানার দিকে রোড নেটওয়ার্কে চলবে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, ৭ সেপ্টেম্বর রাত ৯ টা থেকে সীমান্তের ওপার থেকে রাজধানীতে পণ্যবাহী যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।
9/12

দুধ, শাকসবজি, ফলমূল এবং চিকিত্সা সরবরাহের মতো প্রয়োজনীয় পণ্য বহনকারী পণ্যবাহী যানগুলিকে কেবল দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। .
10/12

রাজোকারি সীমান্ত থেকে দিল্লিতে বাস চলাচল ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে এবং আন্তঃরাজ্য বাসগুলিকে দিল্লির অন্যান্য সীমান্ত থেকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
11/12

গন্তব্যহীন যানবাহন এবং অনুমোদিত যানবাহনকে নতুন দিল্লি জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। তবে, সারাদেশে চিকিৎসায় জরুরি যানবাহন চলাচলের সুবিধা থাকছেই ।
12/12

ওষুধ ছাড়া অনলাইন ডেলিভারি পরিষেবাগুলি নয়াদিল্লি জেলায় যেখানে G20 শীর্ষ সম্মেলনের স্থান এবং প্রতিনিধিদের জন্য হোটেলগুলি অবস্থিত সেখানে নিষিদ্ধ করা হয়েছে। পোস্টাল এবং চিকিৎসা পরিষেবার মতো প্রয়োজনীয় পরিষেবা এবং প্যাথলজিক্যাল ল্যাবে নমুনা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে দিল্লি জুড়ে।
Published at : 08 Sep 2023 08:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
