এক্সপ্লোর
PPE Waste: ছেঁড়া মাস্ক, ফেলে দেওয়া পিপিই কিটকে জলে রূপান্তরিত করলেন বিজ্ঞানীরা! মিরাকল মানছে বিশ্ব
এটি সম্পূর্ণ পরিস্কার, রাসায়ানিক একটি সলিউশন
1/6

নয়া দিল্লি: কোভিডকালে নানা রোগের প্রাদুর্ভাভ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মাস্ক-পিপিই কিট দূষণও। যা নিয়ে বেশ কিছুটা চিন্তাও বেড়েছে বিশ্বে। যত্রতত্র মাস্ক, পিপিই কিট, গ্লাভস পড়ে থাকতে দেখা যাচ্ছে। তবে এবার এই সমস্যার সমাধান করলেন বিজ্ঞানীরাই।
2/6

নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওটাগো এবং কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু-এর বিজ্ঞানীদের সহযোগিতায় এই অসাধ্যসাধন হয়েছে। ক্ষতিকারক বর্জ্যকে রূপান্তরিত করেছেন পুনর্ব্যবহারযোগ্য জল ও ভিনিগারে।
Published at : 22 Feb 2022 08:04 AM (IST)
আরও দেখুন






















