এক্সপ্লোর
করোনাকালে আগমনী সুর, শান্তিপুর থেকে কানাডায় পাড়ি দু'ফুটের দুর্গার
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/8a48170d6a1efd005cd973cccfc9a230_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/8
![করোনাকালের কঠিন সময়ে আগমনী সুর। পুজো আসতে হাতে এখনও বেশ কয়েকমাস বাকি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/b9819f2db64ec3562a32148d99e908f7b1a97.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনাকালের কঠিন সময়ে আগমনী সুর। পুজো আসতে হাতে এখনও বেশ কয়েকমাস বাকি।
2/8
![তার আগেই নদিয়ার শান্তিপুরের শুভজিৎ দের তৈরি দুর্গা প্রতিমা দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে কানাডায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/339f8d131a7d6163479083afd247a140cb922.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তার আগেই নদিয়ার শান্তিপুরের শুভজিৎ দের তৈরি দুর্গা প্রতিমা দেশ ছাড়িয়ে পাড়ি দিচ্ছে কানাডায়।
3/8
![দু'ফুট উচ্চতা ও দু'ফুট চওড়া একচালার প্রতিমা তৈরি করেছেন তিনি। তাতেই প্রাণ প্রতিষ্ঠা করেছেন নদিয়ার সাহাপাড়া স্ট্রিটের ২৮ বছরের যুবক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/e5df880f00b74805c52f93ad093395b948f53.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দু'ফুট উচ্চতা ও দু'ফুট চওড়া একচালার প্রতিমা তৈরি করেছেন তিনি। তাতেই প্রাণ প্রতিষ্ঠা করেছেন নদিয়ার সাহাপাড়া স্ট্রিটের ২৮ বছরের যুবক।
4/8
![দীর্ঘ পথ যাতে সহজেই পাড়ি দেওয়া যায় তাই মাটি দিয়ে নয়, ইপক্সি কম্পাউন্ড নামে বিশেষ এক ধরণের ফাইবার দিয়ে মাত্র কুড়ি দিনে এই মূর্তি তৈরি করেছেন শিল্পী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/5a62e4204e230b2083a796350006f7f966686.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ পথ যাতে সহজেই পাড়ি দেওয়া যায় তাই মাটি দিয়ে নয়, ইপক্সি কম্পাউন্ড নামে বিশেষ এক ধরণের ফাইবার দিয়ে মাত্র কুড়ি দিনে এই মূর্তি তৈরি করেছেন শিল্পী।
5/8
![শুভজিৎ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা কাজ দেখে, কানাডার এক প্রবাসী বাঙালি মূর্তির অর্ডার দেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/ba1a2dc20ebfd8375c21305be6ad052d251aa.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শুভজিৎ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা কাজ দেখে, কানাডার এক প্রবাসী বাঙালি মূর্তির অর্ডার দেন।
6/8
![শান্তিপুরের বাসিন্দা শিল্পী শুভজিৎ দে বলেন, “আমি কখনও শিখিনি, আঁকার শিক্ষক, প্রবাসী বাঙালির সঙ্গে পরিচয় হয়, সেই মতো ২০ দিনে করেছি। দেশের বাইরে গেল প্রথমবার, বাক্সবন্দী হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে কানাডায় পৌঁছবে।”](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/dd578aee0084d926ea42a2d5a03f3f3cb0222.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শান্তিপুরের বাসিন্দা শিল্পী শুভজিৎ দে বলেন, “আমি কখনও শিখিনি, আঁকার শিক্ষক, প্রবাসী বাঙালির সঙ্গে পরিচয় হয়, সেই মতো ২০ দিনে করেছি। দেশের বাইরে গেল প্রথমবার, বাক্সবন্দী হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে কানাডায় পৌঁছবে।”
7/8
![স্বামীর এই সাফল্যে খুশি স্ত্রী মমতা দে। তিনি জানান, এভাবে শুভজিতের গড়া দুর্গার কানাডা-পাড়ির সুযোগে তিনি অত্যন্ত খুশি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/4b536b61a094c84b6493547c02abed19a96e4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বামীর এই সাফল্যে খুশি স্ত্রী মমতা দে। তিনি জানান, এভাবে শুভজিতের গড়া দুর্গার কানাডা-পাড়ির সুযোগে তিনি অত্যন্ত খুশি।
8/8
![মাতৃমূর্তি এবার সাত সাগর পেরিয়ে যাবে। বেজায় খুশি সকলে। (তথ্য ও ছবি- সুজিত মণ্ডল, শান্তিপুর।)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/23/19ca41588f7ce518529fc32160b70ba9496c3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মাতৃমূর্তি এবার সাত সাগর পেরিয়ে যাবে। বেজায় খুশি সকলে। (তথ্য ও ছবি- সুজিত মণ্ডল, শান্তিপুর।)
Published at : 23 Jun 2021 03:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)