এক্সপ্লোর
মহিষাদলের ২৪৫ বছরের ঐতিহ্য, উল্টো রথে পালকি চেপে বাড়ি ফিরলেন জগন্নাথদেব ও রাজবাড়ির কূলদেবতা

১৭৭৬ সালে মহিষাদলের এই রথের প্রচলন করেছিলেন রানী জানকিদেবী
1/9

মঙ্গলবার পালকিতে করে নিজের বাড়ি ফিরলেন জগন্নাথদেব ও মহিষাদল রাজবাড়ির কূলদেবতা মদন গোপাল জিউ।
2/9

সোজা রথে গিয়েছিলেন মাসির বাড়ি। আট দিন কাটানোর পর আজ নিজের বাড়ি ফিরলেন প্রভু জগন্নাথ দেব ও মদন গোপাল জিউ।
3/9

করোনা পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছিল মহিষাদলের ঐতিহ্যবাহী ২৪৫ বছরের রথ। তবে রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে সমস্ত আচারবিধি পালন করা হয়।
4/9

১৭৭৬ সালে মহিষাদলের এই রথের প্রচলন করেছিলেন রানী জানকিদেবী। তারপর থেকে প্রথা মেনেই বছরের পর বছর ধরে চলছে রথযাত্রার উৎসব
5/9

মহিষাদল রাজবাড়ি ও রথ পরিচালন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পালকি চড়ে রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল ও জগন্নাথ দেব মাসির বাড়ি যাবেন।
6/9

সেই মতো আট দিন আগেই তাঁরা পালকিতে মাসির বাড়ি ঘাগরা গ্রামের গুন্ডিচাবাটিতে এসেছিলেন।
7/9

এরপর আজ উল্টো রথের দিন পালকিতে চেপে একইভাবে নিজের বাড়ি ফিরলেন তারা। তবে করোনা বিধি-নিষেধ থাকলেও এদিন এলাকায় ভিড় ছিল চোখে পড়ার মতোই। করোনা আবহে যা কার্যত ভয় ধরিয়েছে।
8/9

অন্যদিকে আজ মাহেশেও পালিত হয়েছে উল্টো রথ। সকাল থেকে মেঘলা আবহাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই ভক্তরা মাহেশ জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে এসে পুজো দেন।
9/9

উল্লেখ্য, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন করা হয়। এ দিন মাসির বাড়িতে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সাত দিন থাকেন। আর সোজা রথযাত্রায় অর্থাৎ ঠিক আট দিনের মাথায় নিজের বাড়ি ফেরেন তিন ভাইবোন। এদিনই পালিত হয় উল্টোরথ যাত্রা। (সব ছবি ও তথ্য: বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর)
Published at : 20 Jul 2021 08:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
