এক্সপ্লোর
শাসকদলের হাতিয়ার স্বাস্থ্য সাথী, কটাক্ষ বিরোধীদের, ব্যারাকপুরে তরজা

web-barrackpore-muni-still-270221
1/7

নির্বাচনের প্রাক্কালে শাসক দলের হাতিয়ার স্বাস্থ্য সাথী । পিছিয়ে নেই ব্যারাকপুর পৌরসভা । তৃণমূল পরিচালিত এই পৌরসভা লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপিকে টেক্কা দিতে ব্যারাকপুর বাসীকে ঢালাও স্বাস্থ্য সাথী কার্ড হাতে তুলে দিতে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল ।
2/7

ইতিমধ্যেই ২৭০০০ ব্যারাকপুরের মানুষ স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন জমা দিয়েছে । পৌরসভার দাবি প্রায় ২৪ হাজার কার্ড ইতিমধ্যেই নাগরিকদের হাতে তুলে দেয়া হয়েছে । বাকি প্রায় ৩০০০ কার্ড কিছুদিনের মধ্যেই সকলের হাতে পৌঁছে দেওয়া হবে । তার জন্য সব রকম পদক্ষেপ নিয়েছে পুরসভা ।
3/7

পুরসভার তরফ থেকে ব্যারাকপুর এর সমস্ত নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালে সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ইতিমধ্যেই পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস ।
4/7

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হয়রানি না হতে হয় তার জন্য এই পদক্ষেপ বলে তিনি জানিয়েছেন । স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে কেউ যাতে এই ধরনের বেসরকারি হাসপাতাল থেকে ফেরত না যায় তার জন্য সদা সতর্ক রয়েছে পুরসভা ।
5/7

ইতিমধ্যেই ৩০ জন মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে পুরসভার কর্মচারীরা স্বাস্থ্য সাথী কার্ড তৎক্ষণাৎ হাতে তুলে দিয়েছে । পুরো এলাকায় চারটি নার্সিংহোমে ও বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার সুযোগ পাচ্ছেন এখানকার বাসিন্দারা বলে জানিয়েছেন পুরো প্রশাসক ।
6/7

এটাকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য চন্দ্রনাথ বসু জানান নির্বাচনের আগে স্বাস্থ্য সাথী কার্ড চমক ছাড়া আর কিছুই নয় । নির্বাচন মিটে গেলে কোনোভাবেই এখানকার নাগরিকরা স্বাস্থ্য সাথীর কার্ড এ কোন সুবিধা পাবেন না । সে ব্যাপারে তারা নিশ্চিত ।
7/7

বিরোধীদের এই যুক্তিকে মানতে নারাজ পুর প্রশাসক উত্তম দাস । এই স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন পুরসভার কর্মীরা । (সব ছবি ও তথ্য-সমীরণ পাল)
Published at : 27 Feb 2021 11:59 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
