এক্সপ্লোর
West Bengal Flood Photos জলে ভেসে গিয়েছে বাড়িঘর, বৃষ্টি কমলেও কমেনি যন্ত্রণা, জেলায় জেলায় দুর্ভোগের ছবি
জলে ভেসে গিয়েছে বাড়িঘর, বৃষ্টি কমলেও কমেনি যন্ত্রণা, জেলায় জেলায় দুর্ভোগের ছবি
1/13

বৃষ্টি কমেছে। খানাকুলে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। গ্রামগুলো এখনও জলমগ্ন। যেখানে একতলা বাড়ি সমান জল ছিল, সেখানে জল কিছুটা নেমেছে। এরই মধ্যে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতরা। বাড়ির ছাদে যাঁরা আশ্রয় নিয়েছেন তাঁদের দাবি, খাবারের পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। রাস্তায় নৌকা যাতায়াত করায় দিনের বেলায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। বহু জায়গায় ট্রান্সফর্মার জলে ডুবে যাওয়ায় এলাকা বিদ্যুৎহীন।
2/13

জলে ভেসে গিয়েছে বাড়িঘর। শেষ সম্বলটুকু নিয়ে সপরিবারে বসতভিটে ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে আশ্রয় নিয়েছেন খানাকুলের রামনগরের নায়েক পরিবার। লরির ওপর ত্রিপল টাঙিয়ে চলছে রান্না। সেখানেই রাত্রিযাপন করছেন পরিবারের সদস্যরা।
Published at : 05 Aug 2021 02:28 PM (IST)
আরও দেখুন






















