এক্সপ্লোর
SC On RG Kar Case: হাসপাতালের সুরক্ষায় একাধিক রদবদল? Face Recognition থেকে Home Drop- কী কী সুবিধা পাবেন স্বাস্থ্যকর্মীরা?
RG Kar News: ১৪ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর ও দুষ্কৃতী তাণ্ডব নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

কী কী সুবিধা পেতে চলেছেন স্বাস্থ্যকর্মীরা?
1/9

হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
2/9

১৪ অগাস্ট আর জি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর ও দুষ্কৃতী তাণ্ডব নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।
3/9

এরপরই সরকারি হাসপাতালে সুরক্ষা আরও জোরদার করার নির্দেশ দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। হাসপাতালের ভিতরের পাশাপাশি বাইরেও নজরদারির ব্যবস্থা করতে বলা হয়েছে।
4/9

হাসপাতালগুলিতে কারা ভিতরে ও বাইরে প্রবেশ করছে সেদিকেও নজরদারি চালাতে বলা হয়েছে। মত্ত অবস্থায় যাতে কোনও ব্যক্তি প্রবেশ করতে না পারে তাও দেখতে হবে।
5/9

হাসপাতালের মধ্যে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হবে। সুরক্ষার ক্ষেত্রে কোনও আপস না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
6/9

মহিলা চিকিৎসক, পুরুষ চিকিৎসক এবং নার্সদের জন্য আলাদা আলাদা রেস্টিং রুম এবং ডিউটি রুমের ব্যবস্থা রাখতে হবে।
7/9

হাসপাতালের যে যে অংশগুলি সেনসিটিভ সেখানে বায়োমেট্রিক এবং ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রাখতে হবে সুরক্ষার দিকটি বিবেচনা করে।
8/9

এদিন সুপ্রিম কোর্টের তরফে এও বলা হয়, মহিলা চিকিৎসাকর্মী এবং স্বাস্থ্যকর্মী যারা কাজের পর রাতে ফিরবেন, তাঁদের সকলকে 'নাইট এসকর্ট' দিতে হবে।
9/9

রাত ১০টা থেকে ৬টা অবধি হাসপাতাল থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে হাসপাতালগুলিকে। সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে। হাসপাতালে ঢোকা ও বেরনোর পথের পাশাপাশি রোগীদের ওয়ার্ড, করিডরেও সিসিটিভি নজরদারির কথা বলা হয়।
Published at : 20 Aug 2024 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
