এক্সপ্লোর
Rahul Gandhi: এটাই প্রথম নয়, একাধিকবার মানহানির মামলায় জামিন পেয়েছেন রাহুল
Defamation Case:সূত্রের খবর, এটি সাত নম্বর মামলা যেখানে রাহুল গাঁধী জামিন পেলেন।
![Defamation Case:সূত্রের খবর, এটি সাত নম্বর মামলা যেখানে রাহুল গাঁধী জামিন পেলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/d55a364aa0940efaf510684a2c3b2c4b1679591712378385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8
![মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হলেন রাহুল গাঁধী। মানহানি-মামলায় ২ বছরের সাজা ঘোষণা করল সুরাত জেলা আদালত। পরে আদালত থেকেই জামিন পান কংগ্রেস সাংসদ। ২০১৯-এ লোকসভা ভোটের সময় কর্ণাটকে সভা করতে গিয়ে রাহুল কটাক্ষ করেন, সব চোরেদের পদবি কী করে মোদি হয়। রাহুলের এই মন্তব্যেই বিতর্ক শুরু হয়। রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/8f15a82a08545fb31b1e21b65fb1237beabb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালতে দোষী সাব্যস্ত হলেন রাহুল গাঁধী। মানহানি-মামলায় ২ বছরের সাজা ঘোষণা করল সুরাত জেলা আদালত। পরে আদালত থেকেই জামিন পান কংগ্রেস সাংসদ। ২০১৯-এ লোকসভা ভোটের সময় কর্ণাটকে সভা করতে গিয়ে রাহুল কটাক্ষ করেন, সব চোরেদের পদবি কী করে মোদি হয়। রাহুলের এই মন্তব্যেই বিতর্ক শুরু হয়। রাহুল আসলে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বলে দাবি করে বিজেপি। রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।
2/8
![সূত্রের খবর, এটি সাত নম্বর মামলা যেখানে রাহুল গাঁধী জামিন পেলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/096e6968e31faac55cc3e2ed72267dde2fa62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূত্রের খবর, এটি সাত নম্বর মামলা যেখানে রাহুল গাঁধী জামিন পেলেন।
3/8
![ন্য়াশনাল হেরাল্ড মামলাতেও জামিন পেয়েছেন রাহুল গাঁধী। ২০১৫ সালের ডিসেম্বরে রাহুল ও তাঁর সনিয়া গাঁধী ওই মামলায় জামিন পান। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর করা ওই মামলায় ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/e791222dfe655e367c2c3e3344d6e159db71c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ন্য়াশনাল হেরাল্ড মামলাতেও জামিন পেয়েছেন রাহুল গাঁধী। ২০১৫ সালের ডিসেম্বরে রাহুল ও তাঁর সনিয়া গাঁধী ওই মামলায় জামিন পান। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর করা ওই মামলায় ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছিল।
4/8
![২০১৯ সালের ৬ জুলাই, পাটনা আদালত থেকে একটি মানহানি মামলায় জামিন পান রাহুল গাঁধী। এক বিজেপি নেতার করা মামলায় জামিন পেয়েছিলাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/a946f5cbaf12fa0e5574905c94d7059d706eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৯ সালের ৬ জুলাই, পাটনা আদালত থেকে একটি মানহানি মামলায় জামিন পান রাহুল গাঁধী। এক বিজেপি নেতার করা মামলায় জামিন পেয়েছিলাম।
5/8
![২০১৯ সালের ১২ জুলাই আহমদাবাদ আদালত থেকে একটি মানহানি মামলায় জামিন পান তিনি। আহমদাবাদ জেলা কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফে মামলা করা হয়েছিল। রাহুল একটি অভিযোগ জানিয়েছিলেন যে ওই ব্যাঙ্কে নোটবন্দির সময় নোট বদল করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/d3cc47a165e38594efe778f676469a43ac8b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৯ সালের ১২ জুলাই আহমদাবাদ আদালত থেকে একটি মানহানি মামলায় জামিন পান তিনি। আহমদাবাদ জেলা কোঅপারেটিভ ব্যাঙ্কের তরফে মামলা করা হয়েছিল। রাহুল একটি অভিযোগ জানিয়েছিলেন যে ওই ব্যাঙ্কে নোটবন্দির সময় নোট বদল করা হয়েছে।
6/8
![২০১৯ সালের ৪ জুলাই মুম্বই আদালতে একটি মানহানি মামলায় জামিন পান তিনি। এক আরএসএস কর্মী সেই মামলা করেছিলেন। গৌরী লঙ্কেশ-হত্যাকাণ্ড সম্পর্কে রাহুলের একটি বক্তব্য নিয়ে অভিযোগ করা হয়েছিল। ১৫ হাজার টাকার বদলে জামিন পেয়েছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/101eb57d88a2d079855b2ec3e9a3e51f4bb5f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৯ সালের ৪ জুলাই মুম্বই আদালতে একটি মানহানি মামলায় জামিন পান তিনি। এক আরএসএস কর্মী সেই মামলা করেছিলেন। গৌরী লঙ্কেশ-হত্যাকাণ্ড সম্পর্কে রাহুলের একটি বক্তব্য নিয়ে অভিযোগ করা হয়েছিল। ১৫ হাজার টাকার বদলে জামিন পেয়েছিলেন তিনি।
7/8
![২০১৬ সালের নভেম্বরে মহারাষ্ট্রে ভিওয়ান্ডি আদালত রাহুল গাঁধীকে জামিন দেয়। রাহুল বলেছিলেন মহাত্মা গাঁধীকে আরএসএস খুন করেছে। সুপ্রিম কোর্টেও তিরষ্কৃত হয়েছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/a759950c5cee74431305dd2809349166e19fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৬ সালের নভেম্বরে মহারাষ্ট্রে ভিওয়ান্ডি আদালত রাহুল গাঁধীকে জামিন দেয়। রাহুল বলেছিলেন মহাত্মা গাঁধীকে আরএসএস খুন করেছে। সুপ্রিম কোর্টেও তিরষ্কৃত হয়েছিলেন তিনি।
8/8
![২০১৬ সালে গুয়াহাটি আদালতে রাহুল গাঁধীকে একটি মানহানির মামলায় জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকা ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। সেখানেও রাহুল গাঁধীর একটি মন্তব্যের কারণে এই মামলা করা হয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/f079f9ce8cdb4d600d86e43e8dbb4eb579e69.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৬ সালে গুয়াহাটি আদালতে রাহুল গাঁধীকে একটি মানহানির মামলায় জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকা ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। সেখানেও রাহুল গাঁধীর একটি মন্তব্যের কারণে এই মামলা করা হয়েছিল।
Published at : 23 Mar 2023 10:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)