এক্সপ্লোর
Uttarakhand Cloudburst : আতঙ্কে চিৎকার গ্রামবাসীর, একাধিক প্রাণহানি ; ৫০-এর বেশি নিখোঁজ; মেঘভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডে
ঘটনার পর ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও সামনে আসে। দুর্যোগের ফলে উত্তরকাশীর ধরালী গ্রামে জল ও ধ্বংসাবশেষের স্রোত বয়ে যায়, প্লাবিত হয় এলাকা।
উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি পরিস্থিতি
1/10

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় আচমকা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পাবান ও কাদা ধস নামল। যার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।
2/10

ঘটনার পর ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও সামনে আসে। দুর্যোগের ফলে উত্তরকাশীর ধরালী গ্রামে জল ও ধ্বংসাবশেষের স্রোত বয়ে যায়, প্লাবিত হয় এলাকা।
3/10

ক্ষীর গঙ্গা নদীর ক্যাচমেন্ট এরিয়ায় মেঘভাঙা বৃষ্টির জেরে উদ্ভূত পরিস্থিতিতে ধরালী গ্রামে তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কে অনেকে চিৎকার শুরু করে দেন। কাদা থেকে বেরনোর চেষ্টা করার সময় একজনকে হোঁচট খেতে দেখা যায়।
4/10

স্থানীয় হরসিল এলাকায় ভারতীয় সেনার ক্যাম্প রয়েছে। তার ৪ কিলোমিটার ব্যবধানে এই ঘটনায় জরুরি পরিস্থিতি তৈরি হয়। এদিন দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
5/10

হড়পা বানের জেরে পবিত্র গঙ্গোত্রী ধামের সব সংযোগকারী সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক এজেন্সি কাজে নামে।
6/10

পর্যটকদের রেকর্ড করা দৃশ্যে দেখা গেছে যে, পাহাড়ের উপর দিয়ে ধ্বংসাবশেষ বহনকারী একটি প্রবল স্রোত বয়ে যাচ্ছে, যা বেশ কয়েকটি বাড়িঘর এবং গাছপালা ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
7/10

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেন, হোটেল থেকে বাজার সব ধ্বংস হয়ে গেছে। এরকম বিপর্যয় কখনো দেখিনি।
8/10

ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০-এর বেশি মানুষের কোনও হদিশ মিলছে না।
9/10

ঘটনার খবর পেয়ে NDRF, SDRF, জেলা প্রশাসন ও অন্যান্য দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে। এক্স হ্যান্ডেলে এমনই জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
10/10

পরিস্থিতির খোঁজখবর নিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। ধামির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Published at : 05 Aug 2025 07:48 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















