এক্সপ্লোর
Uttarkashi Cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
Uttarakhand Cloudburst Uttarkashi Dharali Flood Updates : ত্রাহী ত্রাহী চিৎকার, মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শাহ-র ?
মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
1/10

ভয়ঙ্কর, বিধ্বংসী!প্রকৃতির এ কী রূদ্ররূপ, উপরের পাহাড় থেকে নীচে আছড়ে পড়ছে নদীর জল। কাদা মাখা জলে নিমেষে তাসের ঘরের মতো ভাঙছে একের পর এক ঘরবাড়ি।
2/10

তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, চারদিক থেকে ত্রাহী ত্রাহী চিৎকার, মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান!একদিনে দু’দুবার মেঘভাঙা উত্তরাখণ্ডের উত্তরকাশীতে।
3/10

জলের তোড়ে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। সূত্রে খবর, কমপক্ষে মৃত ৪। নিখোঁজ অন্তত ৫০ জন।নিখোঁজ ৮ থেকে ১০ জন জওয়ানও।
4/10

উত্তরকাশীর জেলাশাসক বলেন, ' মেঘ ভাঙা বৃষ্টির জেরে, একসঙ্গে, হঠাৎ করে অনেকটা জল এসেছে। যেহেতু ওখানে প্রচুর গেস্ট হাউস আছে, রেস্তোরাঁ আছে, হোটেল আছে। এগুলো মাথায় রেখে ঘটনাস্থলে আমরা বিশাল বাহিনী পাঠিয়েছি ওখানে।'
5/10

' নেটওয়ার্কটা একটু খারাপ বলে যোগাযোগে সমস্যা হচ্ছে। বেশ কয়েকটি মৃত্যুর খবর এসেছে, শুনেছি ৪ জনের মৃত্যু হয়েছে। এ বাদেও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও এসেছে। SDRF-NDRF বাহিনীও পাঠানো হয়েছে', বার্তা উত্তরকাশীর জেলাশাসকের।
6/10

মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান। জলের তোড়ে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই, উত্তরকাশীর ভয়াবহ ঘটনায়, এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
7/10

ধরালী গ্রামে মেঘভাঙা বৃষ্টির কিছু ক্ষণ পরেই নিকটবর্তী সুখী টপে মেঘভাঙা বৃষ্টি হয়।দুপুর ১টা ৪৫ মিনিটে দুর্যোগটি হয়। তার কিছু সময় পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
8/10

সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “ধরালীর হড়পা বান নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ওই ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আইটিবিপি-র তিনটি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) চারটি দল ঘটনাস্থলে গিয়েছে।”
9/10

মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বান। যার জেরে কার্যত ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের বিস্তীর্ণ এলাকা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্রামের নিকটবর্তী ক্ষীরগঙ্গা নদীর উচ্চ অববাহিকায় মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে।
10/10

যার জেরে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ প্রায় ৫০ জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
Published at : 05 Aug 2025 07:58 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















