এক্সপ্লোর
West Bengal Election 2021: উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ, দেখে নিন অমিত শাহ-র সফরসূচি
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2018/02/12130653/1-amit-shah-on-mahatma-gandhi-congress-weakness.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/7
![এক সপ্তাহের মধ্যেই ফের বঙ্গ সফরে অমিত শাহ। আজ দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সকালেই যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। একইসঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনার পৈলানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় সভা শুরু হওয়ার কথা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/91907cd200fe4ad66c878b66a33690d7a58af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এক সপ্তাহের মধ্যেই ফের বঙ্গ সফরে অমিত শাহ। আজ দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। সকালেই যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। একইসঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনার পৈলানে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় সভা শুরু হওয়ার কথা।
2/7
![এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/3774b99edef628e086d182283159043f14c6f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগর রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
3/7
![গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করবেন অমিত শাহ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/48cbe213a0823193c2ee9b8b2cace9c402e93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করবেন অমিত শাহ।
4/7
![দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/f415493b5d6eeef158a0ea1e0ee8ee0eb431e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুপুরে নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ।
5/7
![বঙ্গ সফরে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মত্স্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে ঘি-ভাত, ডাল, সব্জি, আলু-ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি ও পাঁপড়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/30ccc04db1423d93f782df893ce0db3649672.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বঙ্গ সফরে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মত্স্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজের মেনুতে থাকছে ঘি-ভাত, ডাল, সব্জি, আলু-ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি ও পাঁপড়।
6/7
![এরপর যাবেন কাকদ্বীপে। সেখানে শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/6e231b5ed400c3d171caa3be6f372fcb7c497.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর যাবেন কাকদ্বীপে। সেখানে শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
7/7
![এরপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো। বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়। শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনেও কর্মসূচি রয়েছে অমিত শাহর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/18/330e4dac6c5c676e5e8764b9d0bd7529fd1d1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর কাকদ্বীপের এসবিআই মোড় পর্যন্ত রোড শো। বিকেলে বিএসএফের কপ্টারে চড়ে ফিরবেন কলকাতায়। শেক্সপিয়র সরণির অরবিন্দ ভবনেও কর্মসূচি রয়েছে অমিত শাহর।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)