এক্সপ্লোর
Heat Wave : তাপমাত্রা কতয় পৌঁছলে বলা হয় তাপপ্রবাহ? কখন তীব্র তাপপ্রবাহ?
Heat Wave Alert :আইএমডি-র ওয়েবসাইট বলছে, তাপপ্রবাহ হচ্ছে তাপমাত্রার এক অবস্থা যখন সেই তাপে বেশিক্ষণ থাকলে সেই এলাকার মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে।
জেলায় জেলায় তাপপ্রবাহ
1/8

কতটা তাপমাত্রা পেরোলে তাপপ্রবাহ বলা যায় ? আবহবিদদের কেউ কেউ বলছেন, সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়।
2/8

আসলে তাপপ্রবাহের কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই। আসলে এটি অঞ্চলভেদে ভিন্ন। ভারতে আবহাওয়া বিভাগ হিটওয়েভের আগাম সংকেত তখনই দেয়, যখন তাপমাত্রার এমন অবস্থায় গিয়ে পোঁছয় , যা মানুষের শরীরের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।
Published at : 24 Apr 2024 12:28 PM (IST)
আরও দেখুন






















