জব্বলপুরে সেন্ট অ্যালয়সিয়াসে বড়দিন পালন করছেন মহিলারা। করোনা আবহে বড়দিন পালনের ক্ষেত্রে একাধিক বিধি আরোপ করা হয়েছে। চার্চে ঢোকার ক্ষেত্রেও মানতে হবে বিধি। রাতে কোনও জমায়েত করা যাবে না।
2/11
এদিন সান্তার বেশে গঙ্গায় আরতি করেন কয়েকজন। বড়দিন উপলক্ষে প্রয়াগরাজের সঙ্গমে আরতি করেন তাঁরা।
3/11
সান্তাক্লজের পোশাক বিক্রির জন্য জম্মুর রাস্তায় বসে আছেন বিক্রেতা।
4/11
বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে কলকাতার রাস্তা।
5/11
লক্ষ্মৌর ক্যাথিড্রাল চার্চে পর্যবেক্ষণ করছেন এক প্রশাসনিক আধিকারিক।
6/11
এক প্রশাসনিক আধিকারিক লক্ষ্মৌর ক্যাথিড্রাল চার্চে সান্তাকে স্যানিটাইজ করছেন।
7/11
সান্তাক্লজের পোশাকে সর্ষে ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যাক্তি।
8/11
বড়দিনের আগে আলো দিয়ে সাজানো হয়েছে সিমলার চার্চ।
9/11
মহারাষ্ট্রে সান্তাক্লজ ছবি তুলল শিশুদের সঙ্গে। রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। নৈশকালীন কার্ফু জারি করা হয়েছে। ব্রিটেনে দেখা মিলেছে ভাইরাসের নতুন স্ট্রেনের। তাই বিধি নিষেধ আরোপ করেছে সরকার।
10/11
জয়পুরের সেন্ট অ্যান্ড্রু গির্জার বাইরে ক্রিসমাসের আগের দিন কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি সচেতনতামূলক সমাবেশ করে সান্তাক্লজের পোশাক পরা 'নির্ভয়া স্কোয়াড'র নিরাপত্তাকর্মীরা।
11/11
গুয়াহাটিতে বড়দিনের সরঞ্জাম কিনছেন সবাই। অসম সরকার বড়দিন এবং নতুন বছর পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।