এক্সপ্লোর
তীব্র ভূমিকম্প তুরস্কে, সামনে এল ইজমিরের ধ্বংসের মর্মান্তিক ছবি
1/4

মধ্য ইজমিরে বেশ কয়েকটি জায়গায় ধোঁয়া ওঠার ছবি সামনে এসেছে। ইজমিরের মেয়র জানিয়েছেন, চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২০ জন।
2/4

ইউরোপীয়-ভূমধ্যসাগর ভূকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, শুরুতে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর কেন্দ্র ছিল ইউনানের উত্তর-উত্তরপূ্র্বে সামোস দ্বীপে। তুরস্কের সংবাদমাধ্যমে মধ্য ইজমিরে ভেঙে পড়া বহুতলের ছবি সামনে এসেছে। সেইসঙ্গে সামনে এসেছে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে নেমে পড়ার ছবি।
Published at :
আরও দেখুন






















