এক্সপ্লোর
Russia-Ukraine War: যুদ্ধের ভয়ঙ্কর ছবি- ধ্বংসস্তুপ বহু বাড়ি, জনশূন্য রাস্তাঘাট, রুশ হানায় কাঁপছে ইউক্রেনের মাটি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/356c050b3b9d64f35d3b6587e408eb2f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Russia-Ukraine War
1/10
![আটদিন ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। গত এক সপ্তাহে রুশ আক্রমণে ইউক্রেনে ধ্বংস প্রতিদিনই বাড়ছে। ইউক্রেনের অন্য শহরগুলির তুলনায় খারকিভের পরিস্থিতি খুবই খারাপ। এই শহরের অনেক ইমারতই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জনশূন্য রাস্তাঘাট। রুশ গোলাবর্ষণ ও বোম,ক্ষেপণাস্ত্র হানায় কাঁপছে ইউক্রেনের মাটি। দেখুন- ধ্বংসের কিছু মর্মান্তিক ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/02f58ec29adececd824f28e27591f69dbd96a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আটদিন ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। গত এক সপ্তাহে রুশ আক্রমণে ইউক্রেনে ধ্বংস প্রতিদিনই বাড়ছে। ইউক্রেনের অন্য শহরগুলির তুলনায় খারকিভের পরিস্থিতি খুবই খারাপ। এই শহরের অনেক ইমারতই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জনশূন্য রাস্তাঘাট। রুশ গোলাবর্ষণ ও বোম,ক্ষেপণাস্ত্র হানায় কাঁপছে ইউক্রেনের মাটি। দেখুন- ধ্বংসের কিছু মর্মান্তিক ছবি।
2/10
![ইউক্রেনের খারকিভ ও মারিয়ুপোল শহরে রাশিয়া বড়সড় হামলা চালিয়েছে। সেই সঙ্গে রুশ বাহিনী খেরসন দখল করেছে। যদিও ইউক্রেন রাজধানী কিভের পথে রুশ বাহিনীর কনভয় আটকে দেওয়ার দাবি জানিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/b7c687a2892a4a75c043294c03af26ecaaa76.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইউক্রেনের খারকিভ ও মারিয়ুপোল শহরে রাশিয়া বড়সড় হামলা চালিয়েছে। সেই সঙ্গে রুশ বাহিনী খেরসন দখল করেছে। যদিও ইউক্রেন রাজধানী কিভের পথে রুশ বাহিনীর কনভয় আটকে দেওয়ার দাবি জানিয়েছে।
3/10
![ইউক্রেনের ওখার্তিকা ও খারকিভে রুশ আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, খারকিভে তিনটি স্কুল ও একটি চার্চ ধ্বংস হয়েছে। ওখার্তিকায় অনেক আবাসন ভবন ধ্বংস হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/845b7d53da16f00d464ce6c2270d3b6a07fc7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইউক্রেনের ওখার্তিকা ও খারকিভে রুশ আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, খারকিভে তিনটি স্কুল ও একটি চার্চ ধ্বংস হয়েছে। ওখার্তিকায় অনেক আবাসন ভবন ধ্বংস হয়েছে।
4/10
![যুদ্ধের মধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে তাদের ৪৯৮ সেনা মারা গিয়েছে। জখম হয়েচে ১,৫৯৭ জন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/9d1697606a0bd4d5be3b019e51bcd7d4635a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যুদ্ধের মধ্যেই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে তাদের ৪৯৮ সেনা মারা গিয়েছে। জখম হয়েচে ১,৫৯৭ জন।
5/10
![রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে, ইউক্রেনের প্রায় ২,৮৭০ জন মারা গিয়েছে এবং প্রায় ৩,৭০০ জখম হয়েছে। বন্দি করা হয়েছে ৫৭২ জনকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/a6e0f7922e15ef08d2b26fb8e57a3c0ac2c1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে যে, ইউক্রেনের প্রায় ২,৮৭০ জন মারা গিয়েছে এবং প্রায় ৩,৭০০ জখম হয়েছে। বন্দি করা হয়েছে ৫৭২ জনকে।
6/10
![একইসঙ্গে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাষ্ট্রপুঞ্জ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন ছেড়ে যাওয়া লোকজনের সংখ্যা আবারও বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৮,৩৬,০০০ মানুষ দেশ ছেড়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/7cd362fb6ca36ab53a8b019a05071672fbd3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একইসঙ্গে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাষ্ট্রপুঞ্জ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন ছেড়ে যাওয়া লোকজনের সংখ্যা আবারও বেড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ৮,৩৬,০০০ মানুষ দেশ ছেড়েছেন।
7/10
![খারকিভের কেন্দ্রস্থল ফ্রিডম স্কোয়ার ও অন্যান্য অসামরিক জায়গায় মঙ্গলবার রাশিয়া বারেবারেই নিশানা করে। মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে খারকিভ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/b74322fe07ddea99e583deade44aba9430274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খারকিভের কেন্দ্রস্থল ফ্রিডম স্কোয়ার ও অন্যান্য অসামরিক জায়গায় মঙ্গলবার রাশিয়া বারেবারেই নিশানা করে। মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে খারকিভ।
8/10
![এরইমধ্যে রাশিয়াকে কড়া টক্করও দিচ্ছে ইউক্রেন। রুশ সেনার ৩টি জেট ও ২টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। কিভ, ভোলিন, জাফোরজিয়া-সহ একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/32fcbe943c19ca2342ecb39140b521432c6bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরইমধ্যে রাশিয়াকে কড়া টক্করও দিচ্ছে ইউক্রেন। রুশ সেনার ৩টি জেট ও ২টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। কিভ, ভোলিন, জাফোরজিয়া-সহ একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।
9/10
![বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ করা হচ্ছে, জানাল জার্মানি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/4fd1d4ae6462f21b81b14823c28499a339fd4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। ইউক্রেনকে আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ করা হচ্ছে, জানাল জার্মানি।
10/10
![রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস হয়েছে ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/34ce54969535dbed5f46d5e3d7ca8d75d9067.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস হয়েছে ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন।
Published at : 03 Mar 2022 03:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)