এক্সপ্লোর
Manas Sarovar: নীল টলটলে অপূর্ব সেই হ্রদ, কিন্তু জলস্পর্শ বারণ! পুরাণের রীতি এখনও মানেন পর্যটকরা
নীল টলটলে অপূর্ব সেই হ্রদ, কিন্তু জলস্পর্শ বারণ! পুরাণের রীতি এখনও মানেন পর্যটকরা
অসুরাধিপতি রাবণের সঙ্গে এই হ্রদ যুক্ত হওয়ার কারণে রাক্ষসতালকে কখনই একটি শুভ হিসেবে দেখা হয় না।
1/8

মানস সরোবর যাত্রাপথে একটি নীল রঙা শান্ত হ্রদ। পাশে নুড়ি কাঁকড় ছড়িইয়ে ছিটিয়ে রয়েছে। পর্বত ঘেরা সেই হ্রদ দেখলেই চোখ জুড়িয়ে যায়। মনে হয় একটা ডুব দিলে মন্দ কী? কিন্তু এখানেই বাধা! এই মনবাঞ্চনা পূরণ হবে না আপনার।
2/8

কৈলাস-মানস সরোবর যাত্রায় রাক্ষসতাল একটি পর্যটন স্থান। রাক্ষসতালের অবস্থান তিব্বতে। এই হ্রদ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আঞ্চলিক বৌদ্ধ ও হিন্দু পুরাণের সঙ্গে।
Published at : 03 Jan 2023 10:55 PM (IST)
আরও দেখুন






















