এক্সপ্লোর
Asteroid Crosses Earth: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিগুণ আয়তন, বিপদ আনছে গ্রহাণু?
Space Facts:আমেরিকার নিউইয়র্কে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে তার আয়তনেরও দ্বিগুণ ওই গ্রহাণু।
নিজস্ব চিত্র
1/10

পৃথিবী থেকে 'ঢিল ছোড়া দূরত্বে' বিশাল আয়তনের গ্রহাণু (Asteroid)। আয়তন জানলে চোখ কপালে উঠতে পারে। বিজ্ঞানীরা বলছেন ওই গ্রহাণুর আয়তন প্রায় ১০টা ফুটবল মাঠের মতো। কিংবা আমেরিকার নিউইয়র্কে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে তার আয়তনেরও দ্বিগুণ ওই গ্রহাণু।
2/10

এই গ্রহাণুর একটি খটমট নাম রয়েছে। asteroid (199145) 2005 YY128। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় সবচেয়ে কাছাকাছি গ্রহাণুর যে অবস্থান হবে, সেটাও প্রায় ৪.৫ মিলিয়ন কিলোমিটার। চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব, এটা তার থেকেও ১২ গুণ বেশি।
Published at : 16 Feb 2023 07:36 PM (IST)
আরও দেখুন






















